অবশেষে মহেন্দ্র সিং ধোনি ফিরেছেন নিজের চেনা রুপে। তবুও কি তিনি প্রশ্নের উর্ধ্বে? সম্ভবত না। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে যদিও ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন। তবে বাস্তবতা হচ্ছে ধোনির কারণে দলের বেশ কয়েকজন খেলোয়াড় পাচ্ছেন না নিজেদের প্রমাণের যথাযথ সুযোগ।
ধোনির বয়স এখন ৪৩। চাইলেও তিনি তার ক্যারিয়ারকে আরও বেশি লম্বা করতে পারবেন না। অন্তত চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টকে ধোনিকে ছাড়াই পরিকল্পনা করা উচিত। যদিও এই মুহূর্তে তিনি দলের অধিনায়ক। তবে ধোনিকে খানিকটা পাশে সরিয়ে দলে থাকা বাকি খেলোয়াড়দের সুযোগ বাড়ানো উচিত দলটির।
প্রথম রবীন্দ্র জাদেজা নির্দিষ্ট কোন ব্যাটিং পজিশনে খেলতে পারছেন না এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। কখনো তিনি খেলছেন সাত নম্বরে, কখনো আবার ছয় নম্বরে। তার আগে প্রাধান্য পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। তবে রবীন্দ্র জাদেজারও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ম্যাচ জেতানোর ক্ষমতাও রয়েছে তার। কিছু কিছু ক্ষেত্রে জাদেজার সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে চেন্নাই।
ঠিক তেমনি তরুণ আগ্রাসী ব্যাটার ভানশ বেদিকেও ব্যবহার করতে পারছে না চেন্নাই। বলে-কয়ে বাউন্ডারি হাঁকানোর সক্ষমতা রয়েছে ভানশের। তাছাড়া সর্বশেষ দিল্লি প্রিমিয়ার লিগেও ভানশ নিজের সক্ষমতার প্রমাণ রেখেছেন ক্রিকেটের ময়দানে। তার উপর তিনি আবার উইকেটরক্ষক।
এমন তরুণ এক প্রতিভাকেও সাইডবেঞ্চে বসিয়ে রাখতে হচ্ছে মহেন্দ্র সিং ধোনির জন্যে। একটু দূরদর্শি চিন্তা-ভাবনা থেকে ভানশদের সুযোগ দেওয়া যেতে পারে। তাতে করে চেন্নাইয়ের ভগ্ন দশার একটা ধারাবাহিক পরিবর্তনের রাস্তা খুলে যেতে পারে।
ধোনিকে ব্যাটিং অর্ডারে ফ্রি-রোল দিয়েছে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট। সে কারণেই বিজয় শঙ্করকে কোন নির্দিষ্ট ব্যাটিং পজিশন দিতে পারছে না। তাতে করে বরং তার কাছ থেকে সেরাটা পাওয়া হচ্ছে না ফ্রাঞ্চাইজিটির। তিনি পাওয়ার হিটার নন, আগ্রাসী ব্যাটিং করার দক্ষতাও নেই তার অন্য বাকি ফিনিশারদের মত।
তাকে অ্যাংকর হিসেবে ব্যবহার করা হতে পারে বুদ্ধিমানের কাজ। কিন্তু তাকে ফিনিশার রোলের দিকে ঠেলে দিচ্ছে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট। নির্দিষ্ট পজিশনে নির্দিষ্ট ব্যাটারদের ব্যবহারের এই ঘাটতির জন্যেই বিপাকে চেন্নাই। পাঁচ বারের চ্যাম্পিয়ন দলটি, এবারের আসরে আসরে সাত ম্যাচে জিতেছে মোটে দুইটি। সংকীর্ণ হয়ে যাচ্ছে প্লে-অফ খেলার সম্ভাবনা। এখনই তাই সমাধানের পথ বের করা ছাড়া দ্বিতীয় কোন উপায় নেই চেন্নাইয়ের হাতে।