বাংলাদেশের জার্সি থেকে ‘এক ধাপ’ দূরে কিউবা!

৩ তারিখের মধ্যে যদি ফিফা ক্লিয়ারেন্স না-ও আসে, তবুও চূড়ান্ত স্কোয়াডে কিউবাকে রাখা যাবে। কারণ ১০ তারিখের ম্যাচের আগেই যদি ক্লিয়ারেন্স আসে — তখনই খেলানো যাবে তাঁকে। শোনা যাচ্ছে, ম্যাচটা খেললে তাঁকে ১০ নম্বর জার্সিও দেওয়া হতে পারে।

অবশেষে সব জট ছাড়িয়ে প্রায় নিশ্চিত—বাংলাদেশের হয়ে মাঠে নামতে চলেছেন কিউবা মিচেল! পাসপোর্ট হয়ে গেছে, ফিফা ক্লিয়ারেন্সও এখন শুধু সময়ের অপেক্ষা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কিছু এখনও চূড়ান্ত ঘোষণা না করলেও তাঁরা আশাবাদী। বোর্ড সভাপতি তাবিথ আওয়াল সর্বশেষ অবস্থা জানান। তাঁর দাবি বংশদ্ভুতরা সবাই আসবেন, কেউ আগে-কেউ পরে। তবে, কিউবার ব্যাপারে প্রায় সবটাই গুছিয়ে ফেলেছে বাফুফে।

বাফুফে পেয়ে যাবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ছাড়পত্রের কপি হাতে পেয়েছে বাফুফে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিলেই ফিফা থেকে মেলে যাবে সবুজ সংকেত — কারণ ফিফার রেগুলেশনে কিউবার খেলার পথে কোনও বাঁধা নেই। সেই কাজেও এগিয়েছে বাফুফে।

সমিত সোমের চেয়ে কিউবার যাত্রা আরও সহজ। সামিতের ক্লিয়ারেন্স এসেছিল ২৪ ঘণ্টারও কম সময়ে। কিউবা নিজেও ঢাকায় আসার অপেক্ষার কথা জানিয়েছেন। কোনো রকম সবুজ সংকেত ছাড়া তাঁরও মুখ খোলার কথা নয়।

এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি খুব শিগগিরই ঢাকায় আসছি। মাঠে আপনাদের সবার সঙ্গে দেখা করার ও বাংলাদেশের জন্য বড় কিছু জয়ের স্বপ্ন দেখছি।’

জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটি সব কাগজপত্র তৈরি করেছে। সাধারণ সম্পাদকের সাইন সহ সেটা চলে যাবে ফিফার কাছে। সব ঠিকঠাক থাকলে ৩ জুনের মধ্যেই কিউবার হাতে থাকবে ফিফা ক্লিয়ারেন্স — সেদিনই ঘোষণা হবে সিঙ্গাপুর ম্যাচের চূড়ান্ত স্কোয়াড।

এই পুরো প্রক্রিয়ায় সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান রয়েছেন সরাসরি কাজ করছেন। কিউবার ব্যাপারটা শুরু থেকেই তিনি সামনে থেকে সামলেছেন। বাস্তবতা বলছে, ১০ তারিখের ম্যাচে কিউবার অংশগ্রহণে আর কোনও বাধা নেই। বোর্ড সভাপতি তাবিথ আওয়াল গণমাধ্যমে জানিয়েছেন, একদম চূড়ান্ত নিশ্চিত না হয়ে কোনো সিদ্ধান্তে যাবে না বাফুফে।

৩ তারিখের মধ্যে যদি ফিফা ক্লিয়ারেন্স না-ও আসে, তবুও চূড়ান্ত স্কোয়াডে কিউবাকে রাখা যাবে। কারণ ১০ তারিখের ম্যাচের আগেই যদি ক্লিয়ারেন্স আসে — তখনই খেলানো যাবে তাঁকে।

শোনা যাচ্ছে, ম্যাচটা খেললে তাঁকে ১০ নম্বর জার্সিও দেওয়া হতে পারে। খুব সম্ভবত, স্যান্ডারল্যান্ড অনূর্ধ্ব ২১ দলে খেলা কিউবাকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলানো হবে, সেক্ষেত্রে ১০ নম্বর জার্সিটা তাঁর সাথে খুব যায়।

এদিকে, চার তারিখের ভুটানের বিপক্ষে লড়াই স্রেফ একটা প্রীতি ম্যাচ। সেখানে  কিউবার মাঠে নামতে এখন আর কোনও বাঁধা নেই! সুতরাং—সবকিছু ঠিকঠাক চললে, লাল-সবুজ জার্সিতে কিউবার অভিষেক এখন শুধুই সময়ের অপেক্ষা!

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link