রাবাদাকে আউট করে টেস্টে প্যাট কামিন্সের ৩০০তম উইকেট শিকার। লর্ডসের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল তাঁর এই কৃতিত্ব, গ্যালারির দর্শকরাও কুর্নিশ জানালেন। ফাইনালের মঞ্চে ৬ উইকেট তুলে নিয়ে কামিন্স ছাড়িয়ে গেলেন সবাইকে।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল মাত্র ২১২ রান। অনেকে অজিদের জবনিকা পতনের সময় গোনা শুরু করেছিলেন। তবে দলটা তো অস্ট্রেলিয়া, আর সেই দলের সেনাপতি যে প্যাট কামিন্স। গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে জ্বলে উঠলেন, দলকে বাঁচিয়ে রাখলেন শেষ লড়াই পর্যন্ত।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৩–২৫) চক্রে এখন সর্বোচ্চ উইকেটশিকারি প্যাট কামিন্স। এই ফাইনাল ম্যাচ শুরুর আগে তাঁর ছিল ৭৩ উইকেট। শীর্ষে ছিলেন ভারতের জসপ্রীত বুমরাহ, যার ছিল ৭৭ উইকেট। তবে লর্ডসের ঐতিহাসিক ফাইনালে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে কামিন্স বুমরাহকে ছাড়িয়ে এখন ৭৯ উইকেটের মালিক।
শুধু এই রেকর্ডই নয়, কামিন্স এদিন টেস্ট ক্রিকেটে নিজের ৩০০তম উইকেটের মাইলফলকও ছুঁয়ে ফেলেন। অস্ট্রেলিয়ার ইতিহাসে তিনিই অষ্টম বোলার, যিনি এই অর্জনে পৌঁছালেন।
বিপর্যয়ে হাল ধরাই তো দলনেতার কাজ, প্যাট কামিন্স যেন সেই প্রমাণটা রাখলেন। ফাইনাল মঞ্চে ব্যাটিং বিপর্যয়ে যখন দিশেহারা হয়ে পড়েছিল অজি শিবির, তখনই দায়িত্বটা নিলেন কাপ্তান নিজেই।
টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে ধারাবাহিক বোলার হিসেবে কামিন্স নিজেকে প্রমাণ করেছেন বারবার। অধিনায়কত্বের চাপকে পেছনে ফেলে দাপটের সঙ্গে বল করেছেন, যা প্রমাণ করে দেয় কেন তিনি সেরাদের কাতারে!