বর্তমানে শরিফুলই কি দেশের সেরা বাঁ-হাতি পেসার?

এই মুহূর্তে শরিফুলই কি বাংলাদেশের সেরা বাঁ-হাতি পেসার? যুক্তিতর্ক থাকতেই পারে! তবে পরিসংখ্যান কি বলে?

এই মুহূর্তে শরিফুলই কি বাংলাদেশের সেরা বাঁ-হাতি পেসার? যুক্তিতর্ক থাকতেই পারে! তবে পরিসংখ্যান কি বলে? পরিসংখ্যান বলে এই মুহুর্তে বাংলাদেশ দলের সার্কিটে থাকা সবচেয়ে ভালো বাঁ-হাতি বোলিং প্রসপেক্ট শরিফুল।

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জয়ী শরিফুলের জাতীয় দলে অভিষেক হয় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। অভিষেকের পর থেকে গত পাঁচ বছরে শরিফুল ইসলাম টি-টোয়েন্টি খেলেছেন ৪২ টি, ৮.১৫ ইকোনমি তে বোলিং করে উইকেট নিয়েছেন ৪৬ টি। ওয়ানডেতে ম্যাচ খেলেছেন ৪০ টি, ৫.৫৭ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৫৮ টি।

এই মুহুর্তে জাতীয় দলে শরিফুলের একমাত্র প্রতিদ্বন্দ্বী কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। জাতীয় দলে ঢুকতে হলে দ্য ফিজকে পিছনে ফেলে নিজেকে প্রমাণ করেই আসতে হবে।

তবে পারফরম্যান্স বিচারে এখনও ঢের এগিয়ে ‍মুস্তাফিজুর রহমান। শরিফুলের অভিষেকের পর মুস্তাফিজ ওয়ানডে ম্যাচ খেলেছেন ৫১ টি, ৫.১২ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৬৫ টি, টি-টোয়েন্টি খেলেছেন ৬৫ টি, ৭.২৪ ইকোনমিতে উইকেট সংখ্যা ৭৪ টি।

পরিসংখ্যান বিচারে হেড টু হেড এখনও এগিয়ে ফিজ। তবে অনেকেই মনে করেন আগের মতো আর কার্যকরী নয় ফিজের বোলিং। গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে আর আগের মতো মেলে ধরতে পারেন না।

বর্তমানে দেশে যে পেস বিপ্লব হচ্ছে তার অন্যতম সদস্য শরিফুল। বিভিন্ন সময়ে ইনজুরি হানা না দিলে এখনও জাতীয় দলেই নিয়মিত দেখা যেত তাঁকে। তবে, নির্বাচকরা এখনও ভরসা করেন শরিফুলকে তাইতো ‘এ’ দল, এইচপি, ইমারজিং সব সার্কিটেই তাকে রাখা হয়।

Share via
Copy link