নতুন পরিচয়ে বাংলাদেশে এবারই প্রথম ড্যারেন স্যামি

সেই ৫৮ রানে বাংলাদেশকে অলআউট করা, বাংলাদেশে ড্যারেন স্যামির প্রথম স্মৃতি। সেই স্যামি বাংলাদেশে নতুন পরিচয়ে হাজির।

সেই ৫৮ রানে বাংলাদেশকে অলআউট করা, বাংলাদেশে ড্যারেন স্যামির প্রথম স্মৃতি। সেই স্যামি বাংলাদেশে নতুন পরিচয়ে হাজির। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সাদা বলের কোচ হিসেবে এবারই প্রথমবার বাংলাদেশ এলেন স্যামি। চ্যালেঞ্জ রয়েছে তার সামনে। তিনি দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, তবে হেরেছিল টি-টোয়েন্টি সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সেই সফরটা কেটেছিল মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে। দুই ম্যাচের টেস্ট সিরিজ হয়েছিল ১-১ ব্যবধানে ড্র। বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছিল ওয়ানডেতে, ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল টি-টোয়েন্টি সিরিজে।

সেই ধারা থেকে নিশ্চয়ই বেড়িয়ে আসতে চাইবেন ক্যাবিয়ান হেডকোচ স্যামি। দলকে সেভাবেই অন্তত প্রস্তুত করবেন। যদিও তার খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়। টানা ৪টি ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। অতএব বেশ নড়বড়ে অবস্থায় এখন বাংলাদেশের ওয়ানডে দল।

তবে ভিন্ন চিত্র অবশ্য টি-টোয়েন্টি দলের। দু’টো সিরিজই নিজেদের করতে চাইবে ক্যারিবিয়ানরা। আর বাংলাদেশে খেলার অভিজ্ঞতাই হয়ত দলের মধ্যে ছড়িয়ে দিতে চাইবেন স্যামি। এই বাংলায় তো কম ম্যাচ খেলেননি ড্যারেন স্যামি।

বাংলাদেশে তিন ফরম্যাট মিলিয়ে ২০টি ম্যাচ খেলেছেন স্যামি। শুধু কি তাই? তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলেছেন। দুই ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে ৩৩টি ম্যাচ খেলেছেন স্যামি। অতএব মিরপুর থেকে চট্টগ্রাম, সব জায়গার কন্ডিশনের সাথে বেশ পরিচিত স্যামি।

তাছাড়া বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে লজ্জার ৫৮ রানে অলআউট করার অন্যতম কারিগরও ছিলেন ড্যারেন সামি। তিনি সেদিন তিন উইকেট নিয়েছিলেন বাংলাদেশের। সেটাই ছিল বাংলাদেশের মাটিতে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এরপর ২০১৪ সালে শেষবার তিনি খেলেছিলেন আন্তর্জাতিক ম্যাচ, সেটা অবশ্য ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ।

তবে এরপর তিনি ২০১৮ সালেও খেলে গেছেন বিপিএল। কিন্তু এবার আর খেলতে এলেন না। তার দায়িত্ব এখন ছক কষার। বাংলাদেশকে হারানোর ফন্দি আঁটতে হবে তাকেই। বাংলাদেশের বেগতিক অবস্থা যেম স্বস্তির, তেমনি ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলটার ফর্মে থাকাও সামিকে করছে সমপরিমাণ নির্ভার ।

সর্বশেষ পাঁচ ওয়ানডে সিরিজের তিনটিই জিতেছে ক্যারিবিয়ানরা। তবে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দারুণ খাবি খাচ্ছে। সবশেষ পাঁচ টি-টোয়েন্টি সিরিজের চারটিই হেরেছে তারা। তবে তাদেরকে সবচেয়ে লজ্জায় ফেলেছে নেপাল। আইসিসির সহযোগী দেশটির বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল ক্যারিবিয়ানরা। সামির হাত ধরে সুদিন ফেরানোর অপেক্ষা। বাংলাদেশ থেকেই কি হবে শুভসূচনা?

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link