ডেভিড মালান ইনজুরিতে পড়েছেন – খবরটা পুরনো। নতুন খবর হল এই ইনজুরির জন্য ভারতের বিপক্ষে সেমিফাইনাল মিস করতে পারেন ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় কুচকিতে টান পেয়ে মাঠ থেকে উঠে যান তিনি। পরে ইংল্যান্ড চার উইকেটে জয়লাভ করলেও ব্যাট করতে নামেন নি মালান। এবার আলীর কথা থেকে ধারণা করা হচ্ছে, মিস করতে পারেন সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচও।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কুচকিতে চোট পেয়ে মাঠ থেকে উঠে যান মালান। প্রথমে চোটকে হালকা মনে হলেও কিন্তু চোট গুরুতর হওয়ায় পরে আর ব্যাট করতে নামেননি মালান। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈন আলী বলেন, ‘তার আঘাতটা খুব একটা ভাল নয়! তবে আশার ব্যাপার এই যে, আমাদের স্কোয়াডে তার জায়গায় খেলার মতন অনেকেই আছে। আমরা চাইলেই স্টোকসকে তিনে খেলাতে পারি, ফিল সল্টকে খেলাতে পারি এমনকি আমি নিজেও তিনে খেলতে পারি।’
বোঝা যাচ্ছে, ইংল্যান্ড যথেষ্ট আত্মবিশ্বাসী। মালানে ইনজুরি তাঁদের খুব একটা ভাবাচ্ছে না। মঈন যদিও বললেন, মালানকে মিস করবে ইংল্যান্ড, ‘মালানের না খেলাটা আমাদের জন্য একটা বড় ধাক্কায় হবে। বিশেষ করে ওর মত খেলোয়াড়, যে কিনা গত কয়েক বছর অবিশ্বাস্য ফর্ম নিয়ে দলে আছে। তবে বিশ্বাস করি ওর জায়গায় অন্য কেউ খেললেও ভাল করবে!’
এখন পর্যন্ত ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বিশ্বকাপে একই একাদশ নিয়ে সব ক’টি ম্যাচে মাঠে নেমেছেন। এখন দেখার বিষয়, ডেভিড মালান যদি না খেলেন তার জায়গায় কাকে একাদশে নেন বাটলার। উল্লেখ্য আগামী ১০ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা।