মিরপুরে ৩২ ওভারের দিনে সাত উইকেটের পতন

বৃষ্টি বাগড়ায় পেণ্ডুলামের মতো দুলছে মিরপুর টেস্টের ভাগ্য। প্রথম দিন শেষে বেরসিক বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের তিন সেশনই ভেস্তে গিয়েছিল। একই আবহ সৃষ্টি হয়েছে তৃতীয় দিনেও। নিউজিল্যান্ডের ইনিংস শেষ হলেও এ দিন মাত্র ৩২ ওভারের খেলা গড়িয়েছে। আর তাতে ৮ উইকেট হাতে রেখে ৩০ রানের লিড নিয়ে পরের দিন শুরু করবে বাংলাদেশ

৫৫ রানে ৫ উইকেট নিয়ে এ দিন ইনিংস শুরু করলেও পাল্টা আক্রমণ করে নিউজিল্যান্ডকে ১৮০ রানে নিয়ে যান গ্লেন ফিলিপস। আর তাতে এ ব্যাটার খেলেছেন ৮৭ রানের দুর্দান্ত একটি ইনিংস। কিউইদের ৮ রানের লিডের বিপরীতে বাংলাদেশ নিজেদের ইনিংস শেষ করেছে ২ উইকেটে ৩৮ রান রেখে। ক্রিজে রয়েছেন জাকির হাসান ও মমিনুল হক।

তৃতীয় দিনের সেশনের শুরু থেকেই দাপুটে ব্যাটিং করছিলেন ফিলিপস।  ৩৯ বলে ১৮ রান করে মিশেল ফিরে গেলেও আক্রমণাত্মক ক্রিকেট খেলে গেছেন ফিলিপস। ৫টি চার ও ৩টি ছক্কায় মাত্র ৩৮ বলে পূরণ করেন অর্ধশতক। আর তাতেই শত রান পেরোয় নিউজিল্যান্ড।

ফিলিপসের মতো আক্রমণাত্বক ছিলেন কাইল জেমিসনও। তিনি খেলেন ২৮ বলে ২০ রানের ইনিংস। জেমিসন ফিরে গেলে সাউদির সঙ্গে আরও একটি জুটি গড়েন ফিলিপস। দুজনে মিলে ২৬ বলে ২৮ রান যোগ করলে বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর ১৭২ রান ছাড়ায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে ওঠা ফিলিপ অবশেষে আউট হন ৩৭তম ওভারে। শরিফুলের বলে রাউন্ড দ্য উইকেট খেলতে গিয়ে কট বিহাইন্ড হন তিনি। ৭২ বল খেলে ৯টি চার ও ৪টি ছক্কায় ফিলিপস করেন ৮৭ রান। শেষ পর্যন্ত ৩৭.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৮০ রান করে নিউজিল্যান্ড।

জবাবে প্রথম ওভারেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক শান্তও নিজের ইনিংস বড় করতে পারেননি। ফিরে যান ১৫ রানের ইনিংস খেলে। এর পরই আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়। কয়েক দফায় খেলা শুরুর চেষ্টা করা হলেও আর একটি বলও মাঠে গড়ায়নি। ফলত, ৩০ রানে এগিয়ে থেকে দিন শেষ করতে হয় বাংলাদেশকে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link