কোয়ার্টার ফাইনাল। শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। অথচ, সেই ম্যাচের আগেই আসলে বড় ধরণের দু:সংবাদ। ইনজুরির জন্য ম্যাচটা মিস করতে পারেন রদ্রিগো ডি পল।
‘মেসির বডিগার্ড’ নামে খ্যাত রদ্রিগো ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। বুধবার তাঁর ডাক্তারি পরীক্ষা করানো হয়। তাই, দলের সাথে নিয়মিত অনুুশীলনে তাঁকে দেখা যায়নি।
২৮ বছর বয়সী এই মিডফিল্ডার কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবগুলো ম্যাচই খেলেছেন। আসছে শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। সেই ম্যাচে রদ্রিগোকে ছাড়াই এখন পরিকল্পনা সাজাতে হবে আর্জেন্টিনাকে।
কোচ লিওনেল স্ক্যালনির কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। কারণ, হাতে সময় নেই একদমই। এই অল্প সময়েই তাঁকে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলা রদ্রিগোর বিকল্প খুঁজে বের করতে হবে।
শেষ ষোলর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচেই চোঁট পান রদ্রিগো। তিনি না খেললে লুসাইল স্টেডিয়ামে শুক্রবার আর্জেন্টিনার হয়ে শুরুর একাদশে থাকতে পারেন লিয়ান্দ্র্রো পারেদেস কিংবা গুইডো রদ্রিগেজ।
তবে, একটা সুখবরও আছে আর্জেন্টাইন শিবিরে। চোট কাটিয়ে ফিট হয়ে উঠছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তাঁর নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে কোনো সমস্যা নেই।
নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনা সর্বশেষ খেলে ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালে। সেবার টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ফাইনালে যায় আর্জেন্টিনা। যদিও, ফাইনালে জার্মানির বিপক্ষে হেরে যায় মারিও গোৎজের গোলে।