বিতর্কিত এক সিদ্ধান্তে আউট হতে হয় ডেওয়াল্ড ব্রেভিসকে। ঘটনা চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচে। আর তাতেই শুরু হয় সমালোচনার ঝড়, সে পথে হেঁটেছেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংও।
চিন্নাস্বামীতে এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই জ্যাকব বেথেল ও বিরাট কোহলি চেন্নাইয়ের বোলারদের তুলোধুনো করতে থাকেন। তবে হঠাৎই মাঝ পথে খেয়ই হারিয়ে ফেলে আরসিবি, তখনই শেষ দিকে নেমে মাত্র ১৪ বলে ফিফটি করে দলকে দুশোর ওপারে নিয়ে যান ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে চেন্নাই, তরুণ ব্যাটার আয়ুশ মাহত্রে এবং রবীন্দ্র জাদেজা শত রানের জুটি গড়েন, দুজন মিলে আরসিবির বোলার ভূবেনশ্বর, ইয়াশ দয়ালদের উপর চড়াও হয়ে দ্রুত রান তুলতে থাকেন। সবকিছুই ঠিক যাচ্ছিলো চেন্নাইয়ের, তবে মাত্র ৬ রানের আক্ষেপ নিয়ে সেঞ্চুরি মিস করা আয়ূশ ফিরে গেলেই চেন্নাই খানিকটা থমকে যায়। তবে একপাশে ঠিকই রানের চাকা সচল রেখেছিলেন জাদেজা, হাতে তখনও সাত উইকেট।
লু্ঙ্গি এনগিডির সতেরো তম ওভারেই শুরু হয় ম্যাচের আসল নাটক, এনগিদির করা দ্বিতীয় বলে মিড অনে ক্যাচ দিয়ে আয়ূশ আউট হলে ক্রিজে আসেন ফর্মে থাকা ডেওয়াল্ড ব্রেভিস। তারপরের বলে লেগ বিফোরের ফাঁদে পরে আউট হন ব্রেভিন। আম্পায়ারের সিদ্ধান্তে বিতর্কের আগুন জ্বলে ওঠে। পায়ে লেগে বল বাউন্ডারির দিকে যাচ্ছিলো, ব্রেভিস ভেবেছিলেন আম্পায়ার আঙুল তুলবেন না, কারণ বল স্ট্যাম্পের অনেক বাইরে। তবে আম্পায়ার আউট দিয়ে ফেলেন, আর দৌড়ে রান নিতে থাকায় ততক্ষণে রিভিউ নেওয়ার সময়ও শেষ হয়ে যায়।
মাঠেই আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে যায় রবিন্দ্র জাদেজা, একটু পর লিডারবোর্ড স্ক্রিনেও দেখা যায় আউট হন নি ব্রেভিস। আর সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। দুই রানে ম্যাচ জিতে যায় আরসিবি। সবকিছু ছাপিয়ে আলোচনায় উঠে আসে ডেওয়াল্ড ব্রেভিসের বির্তকিত আউট। যেটি না হলে ম্যাচের ভাগ্য হতে পারতো অন্য রকম।
ম্যাচ শেষে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিংও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এটা ম্যাচের গুরুত্বপূর্ণ মোমেন্টাম ছিল, আউটটি না হলে আমরা ম্যাচটি জিততেও পারতাম।’