ইমপ্যাক্ট প্লেয়ার নীতি, ধোনির অধিনায়ক তৈরির হাতিয়ার

বয়সটা এখন ৪২, তবু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দাপটের সাথেই খেলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের ভারও তাঁর কাঁধে, তবে বাস্তবতা মেনে নিয়ে সরে দাঁড়ানোর অপেক্ষায় আছেন তিনি। তাই তো এবারের আসরে নেতৃত্বের জন্য নতুন কাউকে প্রস্তুত করতে দেখা যাবে তাঁকে, এমন তথ্যই দিয়েছেন আম্বাতি রায়ডু।

তাঁর মতে, ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়মের ব্যবহার করার মধ্য দিয়ে নতুন অধিনায়ক গড়ে তুলবেন চেন্নাই দলপতি। তিনি বলেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের মাধ্যমে তিনি (ধোনি) হয়তো মাঝের ওভারগুলোতে চালকের আসন থেকে সরে যাবে এবং এসময় কাউকে অধিনায়কত্বের দায়িত্ব দিবেন। তাই এই বছর সিএসকের জন্য একটি পরিবর্তনের বছর হতে পারে।’

তবে ধোনি যতদিন খেলছেন ততদিন তাঁকেই অধিনায়ক হিসেবে পছন্দ সাবেক চেন্নাই তারকার। তিনি বলেন, ‘যদি এটি তাঁর শেষ বছর না হয়, যদি সে আরও কয়েক বছর খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে আমি মনে করি তাঁরই অধিনায়ক হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে তাঁকে অধিনায়ক হিসেবে দেখতে চাই।’

কিছুদিন আগে সামাজিক মাধ্যমে একটি রহস্যজনক পোস্ট করেছিলেন ক্যাপ্টেন কুল; ইঙ্গিত দিয়েছিলেন এবার নতুন পরিচয়ে দেখা যাবে তাঁকে। ধারণা করা যাচ্ছে, ডেভন কনওয়ে চোটের কারণে বাইরে থাকায় হয়তো উপরের দিকে ব্যাট করবেন তিনি, সেটাই পোস্ট দিয়ে বোঝাতে চেয়েছেন।

এই ব্যাপারে রায়ডু বলেন, ‘আমি মোটামুটি নিশ্চিত সে দুই বা এক ধাপ উপরে খেলবে। তবে টপ অর্ডারে খেলার সম্ভাবনা নেই। তবে ধোনি ভাই থাকলে সহজে বোঝা সম্ভব নয় কি হতে পারে।’

এই ডানহাতি বিশ্বকাপজয়ী অধিনায়কের স্কোয়াড নির্বাচন নিয়ে বলেন, তিনি (ধোনি) ভালভাবে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করেন। কার প্রস্তুতি কেমন, কে আদৌ প্রস্তুত নয় এসব দেখে বারো-তেরোজন ঠিক করে রাখেন। এরপর পুরো মৌসুমে এদেরকেই ধারাবাহিকভাবে সুযোগ দেয়া হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link