মহেন্দ্র সিং ধোনি, শুধুই একজন ক্রিকেটার নন। বরং এ এক আবেগের নাম। যিনি জায়গা করে নিয়েছেন সতীর্থ, কোচসহ ক্রিকেট বিশ্বের অগণিত দর্শকদের মনে। তবে লোকেশ রাহুলের জীবনে বিশেষ মুহূর্তের বিশেষ মানুষটি হলো ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী সাবেক এই অধিনায়ক।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৪ তম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে রাহুলের লখনৌ সুপার জায়ান্টস। সেই ম্যাচকে সামনে রেখেই ধোনির সাথে কাটানো বিশেষ মুহূর্তের কথা স্মরণ করেছিলেন রাহুল।
রাহুলের মতে ধোনি সমগ্র জাতির মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। তবে তাঁর আত্মজীবনীতে ধোনির নামটি লেখা থাকবে একটু মোটা কালিতেই। কেননা, ধোনির হাত থেকেই রাহুল পেয়েছেন তিন ফরম্যাটের অভিষেকের ক্যাপ। অভিষেক ক্যাপ প্রতিটা খেলোয়াড়ের জন্যে বেশ স্মরণীয় এক মুহূর্ত। রাহুলের সেই মুহূর্তের সাথে জড়িয়ে আছেন ধোনিও।
ধোনি সম্পর্কে রাহুল আরো বলেন, ‘মহেন্দ্র সিং ধোনি শুধু আমার জন্যই নয়, বরং গোটা জাতির জন্যই বিশেষ ব্যক্তিত্ব। তাঁর সাথে কাটানো আমার সেরা মুহূর্তটি হলো, যখন আমি আমার টেস্ট, টি-টোয়েন্টি আর ওয়ানডে তিন ফরম্যাটেরই অভিষেক ক্যাপ তার হাত থেকে গ্রহণ করি। তিনি তখন দলের অধিনায়ক ছিলেন। তারপর তাঁর সাথে অনেক ম্যাচই খেলা হয়েছে। যেখানে ছিল জয়-পরাজয়সহ অসংখ্য স্মৃতি। তবে অভিষেক ক্যাপ গ্রহণের মুহূর্তগুলি আজীবন বিশেষ হয়েই থাকবে।’
এবারের আইপিএলে চেন্নাই নিজেদের চেনা ছন্দেই রয়েছে। পয়েন্ট টেবিলের উপরের দিকেই অবস্থান করছে ধোনির চেন্নাই সুপার কিংস। অন্যদিকে বেশ বিপাকেই রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। টেবিলের নিচের দিকে ঘুরপাক খাচ্ছে রাহুলের দল।
তবে নিজেদের শেষ দেখায় নৈপুণ্য দেখিয়েছেন ধোনি-রাহুল দুইজনই। আইপিএলে শুক্রবার হওয়া ম্যাচে, ধোনি দেখিয়েছেন নিজের ফিনিশিং জাদু। অন্যদিকে ওপেনিংয়ে নেমে দলের জয়ের পথটা মসৃণ করেছেন রাহুল। দারুণ এক ফিফটিতে তিনি দলকে জিতিয়েছেন ম্যাচ।