প্রতি বলেই ছক্কা নয়…

এরই মাঝে তরুণ আয়ুশ মাহত্রেকে সর্তক করেলেন ভারতের সর্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

তারুণ্যের প্রত্যকটি আঘাতে যেন কম্পিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মঞ্চ। প্রতিবছরই টুর্নামেন্টটি থেকে উঠে আসে দারুণ সব ক্রিকেটার, এবারও তার ব্যাতিক্রম ঘটেনি।

আইপিএল ছাপিয়ে এবারের টক অফ দ্যা টাউন তিন তরুণ তুর্কী। চেন্নাইয়ের আয়ুশ মাহত্রে, রাজস্থানের বৈভব সুরিয়াভানশী, পাঞ্জাবের প্রিয়ানশ আরিয়া। বয়স কম, তবুও ব্যাট হাতে তাদের মুন্সিয়ানা নজর কেড়েছে গোটা বিশ্বের।

বৈভব, আরিয়া নিলাম থেকে দল পেয়েই আলোড়ন সৃষ্টি করেছিলেন। তবে তখনও পর্দার আড়ালে ছিলেন চেন্নাই সুপার কিংসের আয়ুশ মাহত্রে। আইপিএলের মাঝ পথে চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কড় ইনজুরিতে পড়লে তার বদলি হিসেবে ১৭ বছর বয়সী এই তরুণকে দলে ভেড়ায় চেন্নাই।

আর অভিষেক ম্যাচ থেকেই চেন্নাইয়ের ভরসার প্রতিদান দেওয়া শুরু করেন আয়ুশ। প্রথম ম্যাচেই মুম্বাইয়ের বিপক্ষে খেলতে নেমে ১৫ বলে ৩২ রানের ঝড় ইনিংস খেলেন তিনি। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৪৮ বলে ৯৪ রানের ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছেন আয়ুশ।

আইপিএলে তরুণদের পারফরম্যান্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে ক্রিকেট প্রেমিদের মাঝে। তরুণদের ভয়ডরহীন ক্রিকেটকে অনেকেই বাহবা দিচ্ছেন, তবে কেউ কেউ আবার তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন বৈভব, আয়ুশরা নিজেদের মধ্যে ছক্কা মারার প্রতিযোগিতা করছেন।

এরই মাঝে তরুণ আয়ুশ মাহত্রেকে সর্তক করেলেন ভারতের সর্বজয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। আয়ুশ কে বলেন, ‘প্রতি বলেই ছক্কা নয়, আগে এভাবে খেলো।’ আয়ুশকে ধোনি যেন বোঝাতে চাইলেন ক্রিকেটে প্রতি বলেই ছক্কার আশা করা যায় নাহ।

তবে তরুণের জয়মুকুট তো তাদেরকেই মানায় যাদের অদম্য বিশ্বাস, নির্মেঘ তেজ, অপার শক্তি আর প্রতিনিয়ত কিছু করে দেখানোর তীব্র নেশা রয়েছে। অদূর ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট হয়তো তেমনই কিছু নির্ভীক তরুণ ক্রিকেটার পেতে যাচ্ছে, তা না বলে দিলেও চলে। তবে তাদেরকে খানিকটা বুদ্ধিমানও হতে হবে, পড়তে জানতে হবে পরিস্থিতি। ধোনি অন্তত সে বার্তাই দিতে চেয়েছেন।

Share via
Copy link