প্যাট কামিন্স আর মহেন্দ্র সিং ধোনি, অভিজ্ঞতার দিক থেকে দুজনই সমানে সমান। উভয়েরই ঝুলিতে আছে একটি করে বিশ্বকাপ। জাতীয় দল কিংবা কোনো ফ্রাঞ্চাইজির হয়ে নেতৃত্ব দিয়েছেন অসংখ্য ম্যাচে। তাইতো, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডির কাছে মনে করেন, কামিন্সের মাঝে আছে ধোনির ছায়া।
বিখ্যাত এই ধারাভাষ্যকারের মতে, কামিন্সের রয়েছে দ্রুত সিদ্ধান্ত নেয়া আর দলের বাকি সদস্যদের সাথে যোগাযোগ রাখার সক্ষমতা। ধোনির মত নিজস্ব বিচক্ষণতার সাহায্যে দলকে শক্তিশালী করার সক্ষমতাও রয়েছে কামিন্সের মাঝে। অধিনায়কত্বের দিক থেকে উভয়ই একই ধরণের সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাই তিনি ভারতের এই সাবেক কিংবদন্তি অধিনায়কের সাথে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের তুলনা করেন।
কামিন্সের নেতৃত্ব নিয়ে মুডি বলেন, ‘ সে একজন ভাল মানুষ। সে (কামিন্স) নির্বিঘ্নে ম্যাচের সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। নেতৃত্ব দানের গুণাবলি তাঁর মাঝে স্বাভাবিকভাবেই আসে। কৌশলগতভাবে, সে জানে টি-টোয়েন্টিতে কিভাবে অধিনায়কত্ব করতে হয়। কামিন্সের একটা বিষয় আমার খুব ভাল লাগে। সেটা হলো, সে অনেকটাই ধোনির মতো। সে সবসময়ই সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকে।’
কামিন্সের কৌশলগত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতার বিষয়টি উল্লেখ করেন তিনি বলেন, ‘কামিন্স চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে তার অভিজ্ঞতার প্রমাণ রাখেন। প্রথম ওভারেই বল তুলে দেন বাঁ হাতি স্পিনার অভিষেক শর্মার হাতে। যদিও তার কাছে বেশ কয়েকজন ভাল বোলার ছিল। তবে কামিন্স তার সিদ্ধান্তে অটুট ছিলেন। আর অভিষেকও তাঁকে হতাশ করেননি। প্রথম ওভারে খরচ করেন মাত্র সাত রান।’
অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জয়ী অধিনায়ক কামিন্স, তার সুদৃঢ় নেতৃত্ব আর মাঠের পারফরম্যান্সের কারণে বেশ প্রসংশা কুড়িয়েছেন। শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়া স্বত্বেও তার নেতৃত্বে হায়দ্রাবাদ জয়ের স্বাদ পেয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে পয়েন্টস টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। চার ম্যাচ খেলে দুই জয় আর দুই হারের স্বাদ পেয়েছে কামিন্সের দল।