দিগভেশ রাঠির পাঁচে পাঁচ

টানা পাঁচ বলে পাঁচ উইকেট, দিগ্বেশ সিং রাঠি যেন অবিশ্বাস্য এক নাম। বল হাতে ঘূর্ণি জাদু দেখিয়েছিলেন শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। এবার সেই ঝলক টেনে আনলেন স্থানীয় এক টি-টোয়েন্টি লিগের মঞ্চেও।

টানা পাঁচ বলে পাঁচ উইকেট, দিগভেশ সিং রাঠি যেন অবিশ্বাস্য এক নাম। বল হাতে ঘূর্ণি জাদু দেখিয়েছিলেন শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। এবার সেই ঝলক টেনে আনলেন স্থানীয় এক টি-টোয়েন্টি লিগের মঞ্চেও।

শুরুতে রাঠির দল ২৬৩ রানের বড় সংগ্রহ পায়। এই রান চেজ করা বিপক্ষ দলের জন্য একপ্রকার অসম্ভবই ছিল। ঘটনাটা ঘটে ১৫তম ওভারের মাথায়, ১৫১ রান করে দল তখন বিপাকে— জিততে হলে ৩৬ বলে লাগবে ১১৩ রান।

দিগভেশ রাঠি তখন বল হাতে এলেন, এর আগে নিজের করা তিন ওভারে ২৮ রান দিয়ে পেয়েছেন দুই উইকেট। এরপর শুরু করেন নিজের জাদু। একের পর গুগলি ছুড়ে বিভ্রান্ত করেন ব্যাটারদের।

প্রথম চার ব্যাটার বোল্ড, আর শেষজন এলবিডব্লিউ। স্টাম্প টু স্টাম্প নির্ভুল লাইনেই বল করে গেছেন তিনি, যেন প্রমাণ করে দিলেন— কেন তাকে নিয়ে এত আলোচনা!

রাঠির স্পিন ভেলকিতে ১৫১ রানে পাঁচ উইকেট হারানো দলটার ইনিংস শেষ হয়ে যায় ওই ১৫১-তেই। নন-স্ট্রাইক প্রান্তে তখনও ২৬ বলে ৬৪ রান করে অপরাজিত ছিলেন আশিষ সিওয়াচ। সতীর্থদের আশা যাওয়া দেখা ছাড়া তাঁর আর কি-ই বা করার ছিল!

শুধু এই পারফরম্যান্স নয়, আইপিএল ২০২৫-এও নিজের উদযাপনের জন্য ছিলেন আলোচনায়। ‘নোটবুক সেলিব্রেশন’ করে শাস্তিও পেয়েছেন একাধিকবার। তবুও থেমে যাননি রাঠি। তাঁর চোখ ছিল একমাত্র পারফরম্যান্সের ওপর।

আইপিএল হোক বা স্থানীয় লিগ— দিগভেশ রাঠির বল যেন বলে চলেছে নিজের ভাষায়। যতই বিতর্ক থাকুক, যতই চাপ থাকুক— সব ছাপিয়ে তাঁর পারফরম্যান্স রীতিমতো উড়ছে। এখন দেখার, জাতীয় নির্বাচকদের নজরে কবে পড়েন এই উদীয়মান স্পিনার।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link