আর যাই হোক, দিগভেশ সিং রাঠি তাঁর উদযাপন বন্ধ করবেন না। তবে, হ্যাঁ, তিনি তাতে নতুনত্ব আনতে পারেন। এই যেমনটা করলেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এবার ব্যাটার সুনীল নারাইনকে সেন্ড অফ করতে হাতে তাঁর শেষ ঠিকানা লিখলেন না। লিখলেন মাঠের বুকে।
গেল দুই ম্যাচে দিগভেশের বোলিংয়ের মতই আলোচিত ছিল তাঁর উদযাপন। দুই দফায় তিনি ব্যাটারকে আউট করে হাতে তাঁর ঠিকানা লিখে দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন ব্যাটারকে যেতে হবে ড্রেসিংরুমে। কিন্তু, সেটা পছন্দ হয়নি খোদ আইপিএলের গভর্নিং কাউন্সিলের।
লখনৌ-মুম্বাই ম্যাচে নামন ধীরকে ফেরানোর পর ‘নোটবুকে লেখা’র ভঙ্গিমায় উদযাপন যতটা ভাইরাল, ততটাই ক্ষোভও ডেকে এনেছিল। আইপিএলের আচরণবিধি ভেঙেছেন বলে ধরে নিয়ে রাঠিকে গুণতে হয় বড় খেসারত — ম্যাচ ফির ৫০ শতাংশ কাটা গেছে, সঙ্গে জুটেছে দুই ডিমেরিট পয়েন্ট।
এই প্রথম না অবশ্য। ঠিক এমন উদযাপন করেন এর আগের ম্যাচেও, সেটাও আবার শরীর ঘেষে। পাঞ্জাবের প্রিয়ানশ আরিয়াকে ফেরানোর সময়ও এমনটা করেছিলেন রাঠি। ওই ঘটনার জন্যও রাঠিকে জরিমানা গুনতে হয়েছিল, তখন কাটা গিয়েছিল ২৫ শতাংশ ম্যাচ ফি।
শুধু উইকেট নয়, শাস্তির পাতায়ও দিগভেশ রাঠি নামটা তাই আইপিএলে এখন বারবারই আসছে। এই শাস্তির মিছিল কি এখানেই থামবে, নাকি এই ম্যাচে শেষেও নেমে আসবে নতুন শাস্তির খড়গ? উত্তর জানতে সময়ের অপেক্ষা করতেই হচ্ছে।