দিলারা-মোস্তারির শত রানের জুটিও যথেষ্ট নয়!

দুইজনে মিলে আগ্রাসী ব্যাটিং শুরু করেন একেবারে ইনিংসের শুরু থেকেই। কিন্তু তবুও শেষ অবধি পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশের মেয়েদের। 

১৭০ রানের লক্ষ্যমাত্রা বেশ বড়ই বলা চলে। কিন্তু সেই লক্ষ্যকে হাতের নাগালে আনতে চেয়েছিলেন দিলারা আক্তার। তার সেই ইচ্ছের সঙ্গী হয়েছিলেন সোবাহানা মোস্তারি। দুইজনে মিলে আগ্রাসী ব্যাটিং শুরু করেন একেবারে ইনিংসের শুরু থেকেই। কিন্তু তবুও শেষ অবধি পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশের মেয়েদের।

গ্যাবি লুইস ও লিয়াহ পলের ফিফটির কল্যাণে বড় সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড। এই দুইজনে মিলে ১০৭ রানের জুটি গড়েছিলেন। লিয়াহ ৭৯ রান নিয়ে শেষ অবধি থেকেছিলেন অপরাজিত। এই আইরিশদের ওয়ানডে ফরম্যাটে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। তাইতো টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করতে চেয়েছিল টাইগ্রেসরা।

সেই প্রত্যাশা থেকেই আক্রমণাত্মক শুরু করেন দিলারা। ভাগ্যও বেশ সুপ্রসন্ন হয়েছিল তার প্রতি। বেশ কিছু ক্যাচ ছুটেছে আইরিশ ফিল্ডারদের হাত থেকে। বেশ কয়েকবার নিশ্চিত আউট থেকে বেঁচে ফিরেও ফিফটি করতে না পারার আক্ষেপ রয়েছে দিলারার।

৪১ বলে ৪৯ রানের একটি ইনিংস খেলেছেন। এই ইনিংসে দুইটি করে চার-ছক্কা হাঁকিয়েছেন দিলারা। কিন্তু যতটা আগ্রাসনের প্রয়োজন ছিল জয়ের জন্যে সেটার একটা অভাব ছিল স্পষ্ট। বলের সংখ্যাটা আরেকটু কম হলেই হয়ত, শেষ দিকে চাপ খানিক কম থাকত। তবে সোবাহানা মোস্তারি এই দিকটায় রেখেছিলেন যথাযথ নজর।

বলের সাথে রানের দূরত্ব রেখেই রান তুলে যাচ্ছিলেন তিনি। ৩৫ বলে ৪৬ রানের ইনিংস উপহার দিয়েছেন তিনি। এই দুই ব্যাটারের উদ্বোধনী জুটি থেকে রান আসে ১০৩ রান। ৭২ বলের এই জুটি একটা শক্ত ভীত গড়ে দিয়েছিল বাংলাদেশকে। কিন্তু বরাবরের মতই ছন্দপতন ঘটে বাংলাদেশের।

বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১২ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। এখান থেকে আবারও দাপট দেখিয়ে ফিরতে নিশ্চয়ই  চাইবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Share via
Copy link