চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। তারা নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্যাচগুলো খেলতে চায়। জানা গেছে, বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) তাদের এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং অন্যান্য স্টেকহোল্ডারদের জানিয়েছে। কিছু ম্যাচ দুবাইতে অনুষ্ঠিত হবারও বেশ সম্ভাবনা রয়েছে।
বিশ্বস্তসূত্রের দাবি, ‘হ্যাঁ, বিসিসিআই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। তারা নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে চায় এবং সেক্ষেত্রে ভারতের খেলাগুলোর হোস্ট হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে দুবাই।’
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যেই মাল্টি-নেশন টুর্নামেন্টের জন্য একটি ড্রাফট ফিক্সচার তৈরি করেছিল, সেই অনুযায়ী ভারতের খেলাগুলো হবার কথা পাকিস্তানের লাহোরে। তবে, এই ড্রাফট ফিক্সচার নিয়ে কোন আলোচনা এখনও হয় নি। তাই সূচির পরিবর্তন ও প্রকাশ নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের উপর। মূল পরিকল্পনা অনুযায়ী, আগামী সোমবারেই চূড়ান্ত সূচি প্রকাশের কথা।এখন দেখা যাক সিদ্ধান্ত নিতে কতটা সময় নেয় আইসিসি।
দুবাই একটি বেশ ভালো বিকল্প অপশন যেহেতু ইতিপূর্বেই অনেক বড় বড় আইসিসি ইভেন্ট এখানে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে অনুষ্ঠিত হবার কথা ছিল ২০২৪ নারী টি -টোয়ান্টি বিশ্বকাপ। পরে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য তার স্থান পরিবর্তন হয়ে দুবাইে আসে। সম্প্রতি তা খুব সুন্দর ভাবেই আয়োজন সম্পূর্ণ করেছে দুবাই।
সূত্রটি আরও বলে, ‘দুবাইতে কোনো সমস্যা নেই। হোটেলগুলোতে কোন সমস্যা নেই, লজিস্টিক্স নিয়েও কোনো সমস্যা নেই, সব কিছু সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। এবং দুবাইয়ে যেকোনো কিছু খুব সহজেই আয়োজন করতে পারবে আইসিসি।’
ফেব্রুয়ারি ১৯ তারিখে শুরু হওয়ার কথা টুর্নামেন্টটি। ফাইনাল হবার কথা ৯ মার্চ। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টটি আয়োজনের জন্য ইতিমধ্যেই নিজেদের স্টেডিয়াম গুলোর সংস্কারের কাজ শুরু করেছে পিসিবি।
শেষ অবধি জল গড়িয়ে কোথায় দাঁড়ায় সেটিই এখন দেখার বিষয়। মিমাংসা না হলে হয়ত মরুর বুককেই লড়াইয়ের জন্য বেছে নিবে আইসিসি।