সাকিবকে উপেক্ষার খেসারত দিতে হলো এমিরেটসকে!

টি-টোয়েন্টিতে সাড়ে সাত হাজারের বেশি রান করা সাকিব আল হাসানকে এমআই এমিরেটস ব্যাটিংয়ে নামিয়েছে আট নম্বরে। অথচ ৬ নম্বরে নামা ড্যান মুসলে করেছেন ১১ বলে মাত্র সাত রান? তবে কি সাকিব বোলিং অলরাউন্ডার? সেখানেও যে তাঁকে দেওয়া হয়েছে এক ওভার। ৫০০-এর বেশি টি-টোয়েন্টি উইকেটের মালিক বল পেয়েছেন এক ওভার, ভাবা যায়?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link