এন্ড্রিক এক, এমবাপ্পে শূন্য

একটা অলিখিত লড়াই ছিল এন্ড্রিক আর কিলিয়ান এমবাপ্পের মধ্যে- কে আগে মাদ্রিদের জার্সিতে লিগে প্রথম গোল করবেন। সমর্থকরা মুখিয়ে ছিলেন সে মাহেন্দ্রক্ষণের জন্য। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে এন্ড্রিক এগিয়ে গেলেন ফরাসি তারকার থেকে। 

মোটে আট মিনিট সময় পেলেন। আর সেই আট মিনিটের মধ্যেই এন্ড্রিক রেখে গেলেন নিজের ছাপ। সান্তিয়াগো বার্নাব্যু-তে লা লিগায় নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়ে গেলেন ১৮ বছরের এই তরুণ। রাঙিয়ে রাখলেন সাদা জার্সিতে নিজের অভিষেক।

একটা অলিখিত লড়াই ছিল এন্ড্রিক আর কিলিয়ান এমবাপ্পের মধ্যে- কে আগে মাদ্রিদের জার্সিতে লিগে প্রথম গোল করবেন। সমর্থকরা মুখিয়ে ছিলেন সে মাহেন্দ্রক্ষণের জন্য। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে এন্ড্রিক এগিয়ে গেলেন ফরাসি তারকার থেকে।

রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে মাঠে নামেন এন্ড্রিক। এরপর ইনজুরি টাইম মিলিয়ে সর্বসাকুল্যে ১০ মিনিট সময় পেলেন এন্ড্রিক। কিন্তু খেলতে নেমে ৮ মিনিটের মাথায় তিনি গোল করে বসলেন। ডান পায়ের জোরালো শটে বল জালে জড়িয়েছেন। তাতে অবশ্য ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়নি।

কেননা এন্ড্রিকের আগেই দলের আরেক তরুণ ব্রাহিম ডিয়াজ আদায় করে নেন গোল। তারও বহু আগে দ্বিতীয়ার্ধের একেবারে শুরুর দিকে দুর্দান্ত এক ফ্রি-কিক গোল করেন ফেদেরিকো ভালভার্দে। ঘরের মাঠে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

স্প্যানিশ লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছিল কার্লো আনচেলত্তির দল। মায়োর্কার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এমন শুরু খানিকটা শঙ্কা জাগিয়েছিল বটে। তবে সেই শঙ্কা বেশিদিন স্থায়ী হতে দেয়নি আনচেলত্তির শিষ্যরা।

দ্বিতীয় ম্যাচেই প্রতিপক্ষকের জালে ৩টি গোল করেছে সাদা জার্সিধারীরা। তবে এদিন বড্ড হতাশ করেছেন কিলিয়ান এমবাপ্পে। শুরুর একাদশে ছিলেন তিনি। বহুবার চেষ্টাও করেছেন গোলদ্বার উন্মুক্ত করতে। কিন্তু বেশ কয়েক বার প্রচেষ্টা চালিয়েও তিনি নিজের নামের পাশে একটি গোল যুক্ত করতে পারেননি।

মাদ্রিদের আক্রমণভাগে এখন একটা সমস্যার উদ্রেক হয়েছে বটে। শুরুর একাদশে আক্রমণে থাকা তিনজন খেলোয়াড়ই স্বভাবজাতভাবে লেফট উইংগার। ঠিক এ কারণেই আক্রমণভাগ বড্ড অগোছালো হয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এর সমাধান দ্রুতই করতে চাইবেন আনচেলত্তি। নতুবা হতাশ এমবাপ্পে বোঝায় পরিণত হতে পারেন।

Share via
Copy link