আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু, ইংল্যান্ডের বেশির ভাগ ক্রিকেটার ঐ সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যস্ত থাকার কারণে এই সফরটি নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এখনো নিশ্চিত না করলেও এই সফরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। এই সফরের টি-টোয়েন্টি সিরিজটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য।
ওয়ানডে সিরিজ গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। কারণ ওয়ানডে সিরিজ ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। তবে, আইপিএলের জন্য বিশ্বকাপের আগে এই সিরিজ আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে। কবে হবে – সেটাও জানা যায়নি।
এর আগে এপ্রিলের ৪ তারিখে স্থগিত ঘোষণা করা হয় আইপিএলের ১৪তম আসর। কলকাতা নাইট রাইডার্সের দুই জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার পর স্থগিত করা হয় কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ। করোনা পজেটিভ হন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার এবং সদস্যরা।
এরপর গত ২৯ মে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সংযুক্ত আরব আমিরাতে বাকি অংশ আয়োজনের সিদ্বান্ত নেয়। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতেই সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে আইপিএলের বাকি অংশ। আইপিএলের বাকি ৩১ টি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতেই অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপও অনুষ্ঠিত হবে আরব আমিরাত ও ওমানের মাঠে।
আইপিএলের বাকি অংশে ইংল্যান্ডের ক্রিকেটারদের পেতে বেশ কিছু দিন হলোই ইসিবির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিসিআই। দুই বোর্ডের আলোচনা সফল হওয়ার কারণেই আইপিএলের বাকি অংশে খেলার সুযোগ পাবেন ইংলিশ ক্রিকেটাররা।
বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজ স্থগিত হলে আইপিএলে খেলার সুযোগ পাওয়ার কথা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানেরও। যদিও বিসিবি এই ব্যাপারে কোনো কিছু এখনো খোলাসা করেনি, করার সুযোগও নেই। কারণ, ইসিবি বা বিসিবি কেউই আনুষ্ঠানিক ভাবে এখনও সিরিজ স্থগিত ঘোষণা করেনি।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলেই আইপিএলে খেলতে গিয়ে ছিলেন সাকিব আল হাসান। আর মুস্তাফিজুর বোর্ডের অনুমতি পেয়েছিলেন শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজে সুযোগ না পাওয়াতে।
স্থগিত হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান ও রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখা গেছে মুস্তাফিজুর রহমানকে। আইপিএল স্থগিত হওয়ার আগে সাকিব মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পেলেও রাজস্থান রয়্যালসের জার্সিতে নিয়মিতই পারফরম্যান্স করেছেন মুস্তাফিজুর রহমান।
সাত ম্যাচে আট উইকেট শিকার করেছেন এই পেসার। আর সাকিব আল হাসান তিন ম্যাচে ব্যাট হাতে করেছেন ৩৮ রান ও বল হাতে নিয়েছেন তিন উইকেট। রাজস্থান রয়্যালসের অন্যতম সেরা পারফরমারও ছিলেন মুস্তাফিজ।