ইংলিশদের পেস দুশ্চিন্তানামা

রঙিন জার্সিতে সেরা ছন্দে থাকলেও সাদা পোশাকে মোটেও ভালো সময় যাচ্ছে না ইংল্যান্ডের। ব্যাটসম্যানদের বাজে ফর্ম আর ইনজুরিতে ঘরের মাটিতেও ধুঁকছে ইংলিশরা। একে একে জোফরা আর্চার, বেন স্টোকস, স্টুয়ার্ট ব্রডের পর এখন ইনজুরিতে পড়েছেন মার্ক উডও। দলে অভিজ্ঞ পেসার বলতে আছেন শুধুই জেমস অ্যান্ডারসন। তিনিও কিছুটা ইনজুরি সমস্যায় ভুগছেন। সব মিলিয়ে অন্তত সাদা পোশাকে বেশ বাজে সময় পার করছে ইংলিশরা।

সাদা পোশাকে ইনজুরিতে থাকা বোলারদের ইনজুরি ও তাঁদের বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করা যাক। দেখে নেই ইনজুরি থাকা পেসাররা কবে নাগাদ দলে ফিরতে পারবেন।

  • জোফরা আর্চার

সবশেষ ভারতের মাটিতে টি-টোয়েন্টি খেলেছিলেন জোফরা আর্চার। এরপর কনুইয়ের ইনজুরিতে ছিটকে যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও। তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ফিরতে পারেননি তিনি।

সবশেষ ভারতের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজের আগে শোনা যায় চলতি বছর কোনো ম্যাচই আর খেলতে পারবেন না আর্চার। বছরের শেষে অ্যাশেজ সিরিজেও দেখা যাবে না এই ইংলিশ তারকাকে।

  • স্টুয়ার্ট ব্রড

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের পরই পায়ের পেশির ইনজুরিতে ছিটকে যান পেসার স্টুয়ার্ট ব্রড। প্রথমে সামান্য ইনজুরি ধারণা করা হলেও পরবর্তীতে পুরো সিরিজের জন্যই ছিটকে যান এই পেসার।

লর্ডসে দ্বিতীয় টেস্টের আগে ডান পায়ের পেশিতে ব্যাথা অনুভব করেন ব্রড। এরপর পরীক্ষানিরীক্ষা করার পর এই সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়। পুরোপুরি ফিট হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজে হয়তো দেখা মিলবে ৩৫ বছর বয়সী এই পেসারের।

  • ওলি স্টোন

ঘরের মাটিতে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছিলেন পেসার ওলি স্টোন। এরপর ব্যাক ইনজুরিতে দল থেকে ছিটকে যান তিনি। চলতি ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দলেও নেই তিনি। বল হাতে বেশ দুর্দান্ত হলেও ব্যাট হাতেও শেষদিকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন তিনি।

তাঁর খেলা সবশেষ টেস্টেও দুই ইনিংসে ৩৫ রান করেন। ইনজুরিতে গেলো দুই মাস আগেই অপারেশন হয়েছে তাঁর। সব মিলিয়ে চলতি বছর মাঠে নামার সম্ভাবনা নেই স্টোনের। একই সাথে এবার অ্যাশেজ সিরিজ মিস করতে পারেন এই পেসার।

  • ক্রিস ওকস

ভারতের বিপক্ষে হোম সিরিজের সপ্তাহ খানেক আগে পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন অলরাউন্ডার ক্রিস ওকস। ওকসের ইনজুরি দলকে আরো বেশি ভোগাচ্ছে। তাই প্রথম দুই টেস্টের স্কোয়াডেও তিনি ছিলেন না। সদ্য ঘোষিত তৃতীয় টেস্টেও তিনি ফিরতে পারেননি।

ধারণা করা হচ্ছিলো সিরিজের শেষ দিকে দেখা যেতে পারে তাঁকে। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারলে হয়তো সিরিজের শেষ দুই টেস্টে দলে ফিরতে পারেন তিনি। এছাড়া আসন্ন আইপিএলের বাকি অংশে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে।

  • বেন স্টোকস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিল্ডিংয়ের সময় আঙ্গুলের ইনজুরিতে ছিটকে যান বেন স্টোকস। এরপর সবশেষ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে ফিরেন তিনি। ইনজুরি অনেকটাই কাটিয়ে উঠলেও মানসিক অবষাদে ভুগছিলেন স্টোকস।

তাই, ভারতের বিপক্ষে সিরিজের আগে হুট করেই জানিয়ে দিলেন অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতিতে যাচ্ছেন তিনি। শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ ফিট থাকলে সম্ভাব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে।

  • মার্ক উড

সবশেষ লর্ডস টেস্টের চতুর্থ দিনে শেষ সেশনে বাউন্ডারিতে ফিল্ডিং করার সময়ে ডান কাঁধে চোট পান পেসার মার্ক উড। এরপর শেষ দিনে বল করতে যেয়েও ডান কাঁধে প্রচন্ড ব্যাথা অনুভব করেন তিনি। ম্যাচ শেষে ইংল্যান্ডের ব্যাটিং কোচ ক্রিস সিলভারউড জানান ইনজুরিতে তৃতীয় টেস্ট মিস করতে পারেন মার্ক উড।

ইংলিশ পেসারদের ইনজুরি লিস্টে সবশেষ নাম লিখান উড। হেডিংলি টেস্টে তাঁর বদলি দেখা যেতে পারেন তরুন পেসার সাকিব মাহমুদকে। ইনজুরি কাটিয়ে উঠতে পারলে শেষ দুই টেস্টে ফিরবেন মার্ক উড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link