‘গ্রুপ বি’ সমীকরণ জমিয়ে তুলতে পারে বৃষ্টি আর ইংল্যান্ড

'গ্রুপ বি' এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ অব ডেথ। বাকি তিন দলের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে ইংল্যান্ডের।

‘গ্রুপ বি’ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ অব ডেথ। চার দলের একটি করে ম্যাচ বাকি। কিন্তু এখনও সমীকরণের নেই কোন শেষ। একমাত্র ইংল্যান্ডই সম্ভবত রয়েছে একেবারে নির্ভার। কেননা আফগানিস্তানের কাছে অপ্রত্যাশিত পরাজয় তাদেরকে ছিটকে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর থেকে। তবে বাকি তিন দলের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে ইংল্যান্ডের।

চলুন তবে দেখে নেওয়া যাক গ্রুপ-বি এর বাকি থাকা সকল সমীকরণ।

প্রথমেই অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের ম্যাচের উপর নির্ভর করা সমীকরণগুলো দেখে নেওয়া যাক।

এক: অস্ট্রেলিয়া যদি জিতে যায়, তবে অস্ট্রেলিয়া ছয় পয়েন্ট নিয়ে চলে যাবে সেমিফাইনালে। সাথে করে নিয়ে যাবে তিন পয়েন্ট পাওয়া দক্ষিণ আফ্রিকাকে। আফগানিস্তানের বিদায় ঘন্টা বেজে যাবে ম্যাচের পরাজয়ের সাথে সাথে। তখন তাদের পয়েন্ট হবে দুই।

দুই: যদি আফগানিস্তান জিতে যায় ম্যাচ, তবে তারা চার পয়েন্ট নিয়ে চলে যাবে স্বপ্নের সেমিফাইনালে। কিন্তু তখন অস্ট্রেলিয়ার ভাগ্য ঝুলে রইবে দক্ষিণ-আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচের উপর। দক্ষিণ আফ্রিকা জিতে গেলেই নকআউট হয়ে যাবে অস্ট্রেলিয়া। কেননা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলের পয়েন্ট সমান তিন। আর প্রোটিয়ারা জিতলে তাদের পয়েন্ট হয়ে যাবে পাঁচ।

তিন: আসল সমীকরণের খেলা শুরু হবে ম্যাচ যদি ভেসে যায় বৃষ্টির জলে। তখন পয়েন্ট ভাগাভাগি হবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মাঝে। তিন পয়েন্ট নিয়ে আফগানিস্তানকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডের দিকে। তবে অস্ট্রেলিয়া নির্ভার হয়ে চার পয়েন্ট নিয়ে চলে যাবে সেমিফাইনালে।

এবার দেখি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে ঝুলে থাকা সমীকরণগুলো।

এক: যদি অস্ট্রেলিয়ার পরাজয়ের পর ইংল্যান্ড জিতে যায় তবে, আফগানিস্তানের সেমিফাইনাল সঙ্গী নিশ্চিত হবে নেট রানরেটের উপর। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার তখন সমান তিন পয়েন্ট হবে।

দুই: যদি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হয় এবং ইংল্যান্ড জিতে যায়- সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সেমিফাইনালে চলে যাবে। নেট রান রেটের বিচারে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সেমিফাইনাল ভাগ্য নির্ধারিত হবে। কারণ তখন তাদের পয়েন্টও হবে তিন।

তিন: যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায় ইংল্যান্ডের বিপক্ষে, তাহলে প্রোটিয়ারা পাঁচ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে। অন্যদিকে অজিদের পরাজয়ে চার পয়েন্ট নিয়ে সেমিতে যাবে আফগানিস্তান।

চার: আফগানিস্তান-অস্ট্রেলিয়া দ্বৈরথ বৃষ্টিতে পণ্ড হলে ও দক্ষিণ আফ্রিকা জয় পেলে, প্রোটিয়ারা সেমিফাইনালে যাবে পাঁচ পয়েন্টের সাথে। তাদের সঙ্গী হবে তখন চার পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া।

পাঁচ: যদি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, আর অন্যদিকে অস্ট্রেলিয়া পরাজিত হয়, তাহলে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা সমান চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে।

এই হচ্ছে গ্রুপ বি এর এখন পর্যন্ত সজীব থাকা সমীকরণ। ও হ্যা, আরেকটা বাকি। যদি দুই ম্যাচই বৃষ্টির কারণে মাঠে না গড়ায়, তাহলে যথারীতি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সমান চার পয়েন্ট নিয়ে চলে যাবে সেমিফাইনালে।

Share via
Copy link