নাসির হোসেন পথ দেখালেন আকবর আলী সেই পথে হেঁটে দলকে জয়ের দ্বারপ্রান্তে এনে দিলেন আরও একবার। শেষটাতে শেষ বলের রোমাঞ্চ ছাপিয়ে জয় তুলে আবারও ফাইনালে পা রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর বিভাগ।
ইয়াসির রাব্বি আর সাদিকুর রহমানের জোড়া ফিফটিতে ভর করে দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে ১৬৭ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল চট্টগ্রাম। রংপুর ব্যাটিংয়ে নামল ভিন্ন পরিকল্পনা নিয়ে। নাসিরকে পাঠানো হলো ওপেনিংয়ে।
নাসির সেই আস্থার প্রতিদান দিলেন ব্যাট হাতে। পাওয়ার প্লেকে কাজে লাগালেন বেশ ভালোভাবেই। জাহিদ জাভেদকে সাথে নিয়ে ওপেনিংইয়েই গড়লেন ৭৬ রানের জুটি। জাভেদ ফিরে গেলেও ফিফটি আদায় করে নিলেন নাসির। খেললেন ৪১ বলে ৫৪ রানের ইনিংস।
তবে কাজটা তখনও বাকি ছিল। আর সেটাই শেষ করতে ক্রিজে এলেন আকবর। রীতিমতো ঝড় তুললেন তিনি, খেললেন ক্যাপ্টেনস নক। ২১ বলে ৪০ রানের ইনিংস খেলে যখন সাজঘরে ফিরছেন জেতার জন্য দলের দরকার ৯ বল থেকে মাত্র ৪ চার।
বিপত্তির শুরুটা সেখানেই। এমন ম্যাচকেও প্রায় হাতছাড়া করে ফেলতে যাচ্ছিল রংপুর। তিন বল ডট দেওয়ার পর সমীকরণ দাঁড়াল ছয় বলে তিন রানের। এরপরই যেন রোমাঞ্চের শুরু হলো, এক বলে এক রানের হিসাবের সামনে দাঁড়াতে হলো রংপুরকে। যদিও ভুল করলেন না নাইম। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে তুলে নিলেন জয়। আর রাব্বির চট্টগ্রাম পুড়ল আক্ষেপের অনলে।
এবারও ফাইনালে রংপুর, প্রতিপক্ষ হিসেবে অপেক্ষায় আছে খুলনা বিভাগ। আরও একবার নিজেদের ঘরে শিরোপা নিতে পারবে কি আকবর আলীর দল? উত্তরটা ফাইনালের মঞ্চেই পাওয়া যাবে।