ব্যর্থ বিজয় আর কত সুযোগ চান?

কেউ কেউ সুযোগ পেলে কাজে লাগায়, আর কেউ কথা দিয়েই সুযোগ খুঁজে যায়। এই যেমন বাংলাদেশের এনামুল হক বিজয়। নিজেকে দাবি করেন অভাগা ক্রিকেটার, ভাগ্য দোষে নাকি দেশের ক্রিকেটে তিনি অবহেলিত। তবে সুযোগ তো আর কম পেলেন না, কাজে লাগালেন কতটা? শুধু তাই নয়, নিজের সাথে রীতিমত মহেন্দ্র সিং ধোনি, কুমার সাঙ্গাকারাদের তুলনাও টানলেন।

কেউ কেউ সুযোগ পেলে কাজে লাগায়, আর কেউ কথা দিয়েই সুযোগ খুঁজে যায়। এই যেমন বাংলাদেশের এনামুল হক বিজয়। নিজেকে দাবি করেন অভাগা ক্রিকেটার, ভাগ্য দোষে নাকি দেশের ক্রিকেটে তিনি অবহেলিত। তবে সুযোগ তো আর কম পেলেন না, কাজে লাগালেন কতটা? শুধু তাই নয়, নিজের সাথে রীতিমত মহেন্দ্র সিং ধোনি, কুমার সাঙ্গাকারাদের তুলনাও টানলেন।

জাতীয় লিগ টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচে করেছিলেন মাত্র দুই রান। দ্বিতীয় ম্যাচে অবশ্য রানে ফিরলেন। ঢাকা মেট্রোর বিপক্ষে ২৬ বল খেলে করলেন ৪৯ রান। স্যোশাল মিডিয়ায় বলে দিলেন, কাম ব্যাকের জন্য এটাই যথেষ্ট। ম্যাচ শেষে রীতিমতো কথার ফুলঝুরি ফোটালেন। সংবাদ সম্মেলনে এসে জানালেন তিনি নাকি যথেষ্ট সামর্থ্য রাখেন, পর্যাপ্ত সুযোগ পেলে দলকে অনেক কিছু দিতে পারবেন।

এনামুল বলেন, ‘আমি দলে এসে দুই তিন ম্যাচ খেললাম বা এশিয়া কাপে এক ম্যাচ। এরকম আসা-যাওয়া করলে, ড্রেসিংরুমে নিয়মিত না থাকলে পারফর্ম করা কঠিন।’ এখানে প্রশ্নটা, তিনি কি আসলেই যথেষ্ট সুযোগ পান না?

এ বছরে অনেকটা ঢাকঢোল পিটিয়েই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটে এনামুলের। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে করেছিলেন ৩৯ রান। এরপরের সুযোগটা আসে ‘এ’ দলের হয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি লিস্ট এ ম্যাচে করেছিলেন মোট ৭৯ রান। দু’টো প্রথম শ্রেণির ম্যাচে খেলে চার ইনিংস মিলিয়ে রান করেছিলেন ১১২।

পরের সুযোগটা এলো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। দুই ম্যাচেই সুযোগ পেয়েও চার ইনিংস মিলিয়ে করেছেন মোটে ২৩, নামের পাশে আছে দুটো ডাক। তবে সব ছাপিয়ে চোখে লেগেছে তাঁর দৃষ্টিকটূ ব্যাটিং টেকনিক আর চাপ সামলানোর মানসিকতা। এমন পারফরম্যান্সের পরও সংবাদ সম্মেলনে এসে বলেন তিনি পর্যাপ্ত সুযোগ পান না।

ঢাকা প্রিমিয়ার লিগে প্রতিবছর রান করেন, এক অর্থে তাঁকে বলা যায় ঘরোয়ার রাজা। তবে যখনই জাতীয় দলে সুযোগ আসে খেই হারিয়ে ফেলেন। এর কারণটা ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক মঞ্চ এক জিনিস নয়। এটা সবাই জানলেও জানেন না বিজয়। তাই তো এনসিলের মঞ্চে এক ম্যাচে ৪৯ করে বলেন, তাঁকে দেওয়া হয় না পর্যাপ্ত সুযোগটা। অনেকটা খালি কলসি বাজে বেশি প্রবাদের মতো।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link