ফখর জামান, পাকিস্তানের নতুন সংকট

ক্রিকেট চিত্রে ফখরের সময়টা ভাল যাচ্ছে না। যার জন্য প্রথমেই আচরণগত শৃঙ্খলা ফিরিয়ে আনা আবশ্যক। তাছাড়া হাঁটুর চোটের পুনর্বাসনের পাশাপাশি শারীরিক ভাবে নিতে হবে প্রস্তুতি। তবেই চিরচেনা আগ্রাসী রূপে জ্বলে উঠতে পারবেন দেশের জার্সিতে।

সামনেই পাকিস্তান দলের অস্ট্রেলিয়া সফর। সেখানে দল থেকে বাদ পড়তে পারেন আগ্রাসী ব্যাটার ফখর জামান। কারণ, হাঁটুর ইনজুরি ও বিশৃঙ্খলার অভিযোগ।

ওয়ান ডে ক্রিকেটে পাকিস্তান দলের অন্যতম সফল ব্যাটার ফখর জামান। ৩৪ বছর বয়সী এই ব্যাটার ৮২ ম্যাচে ৪৬ এরও বেশি গড়ে প্রায় সাড়ে তিন হাজার রান করেছেন। যেখানে একটি দুইশো রানের ইনিংসও রয়েছে।

ব্যাটিংয়ের আগ্রাসন কখনও কখনও তার আচরণেও ফুটে ওঠে। যার প্রকাশ করেছেন তিনি অভিযোগহীন সনদ বা এনওসি ক্যাম্পে। ফলে তোপের মুখে পড়েছেন বোর্ড কর্মকর্তাদের।

এছাড়াও হাঁটুর ইনজুরিতে ভুগছেন তিনি। ফলে ফিটনেস টেস্টেও ব্যর্থ হয়েছেন। ফিটনেস টেস্টে ৮ মিনিটে ২ কিলোমিটার দৌড়ের শর্ত দেয়া হয় তাকে। সেখানেও শোচনীয়ভাবে ব্যর্থ হন ফখর।

যদিও ম্যাচ খেলতে বাঁধা নেই তার। ইংলিশদের বিরুদ্ধে সিরিজে ফিটনেস টেস্ট কিছু অংশে মাফ করছেন আকিব জাভেদ। তবে ঘরোয়া ক্রিকেটে অংশ নেবার ফলে হাঁটুর চোট আরও বাড়তে পারে ফখরের।

সম্প্রতি সতীর্থ বাবর আজম দল থেকে বাদ পড়ার বিষয়েও সরব ছিলেন তিনি। নিজের এক্স-এ (সাবেক টুইটার) যার প্রতিফলনও ঘটিয়েছেন আগ্রাসী এই ব্যাটার। ফলে শো-কজের মুখে পড়েছেন তিনি।

ছোট্ট করে জানিয়ে রাখি, ফখরকে পাকিস্তান দলের সাদা বলের অধিনায়কত্বের কথাও উঠিয়েছেন সাবেক ক্রিকেটারেরা। বাবরের অধিনায়কত্ব ছাড়ার পরপরই এমন কলরব ওঠে পিসিবিতে।

তবে প্রাথমিক পছন্দের তালিকাতেও রাখা হয়নি ফখরকে। সেখানে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আঘাকে রাখা হয়েছিল। পরবর্তীতে রিজওয়ানকে সেই দায়িত্ব দেয়া হয়।

ক্রিকেট চিত্রে ফখরের সময়টা ভাল যাচ্ছে না। যার জন্য প্রথমেই আচরণগত শৃঙ্খলা ফিরিয়ে আনা আবশ্যক। তাছাড়া হাঁটুর চোটের পুনর্বাসনের পাশাপাশি শারীরিকভাবে নিতে হবে প্রস্তুতি। তবেই চিরচেনা আগ্রাসী রূপে জ্বলে উঠতে পারবেন দেশের জার্সিতে।

Share via
Copy link