রান ক্ষুধার্ত ব্যাট

এই ২০০০ রান তোলার কীর্তি গড়তে মোহাম্মদ রিজওয়ানের প্রয়োজন হয়েছে মাত্র ৫২ ইনিংস। ইনিংসের হিসেবে এই দুই হাজারি ক্লাবের দ্রুততম সদস্য তিনি। কিন্তু দ্রুততম পাঁচের বাকি চারজন কারা?

এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন, কিন্তু ফাইনালে ধীরগতির এক ইনিংস খেলে বনে গিয়েছিলেন খলনায়ক৷ বলছিলাম পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ানের কথা, মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে তাঁর বেমানান এক ফিফটিতেই ম্যাচ হেরে বসেছিল পাকিস্তান৷ স্বাভাবিকভাবেই তাই ঘিরে ধরেছিল নিন্দুকের সমালোচনা, প্রশ্ন উঠেছিল তাঁর ব্যাটিং পজিশন নিয়েও।

সমালোচনার জবাব কিংবা প্রশ্নের দেয়ার জন্য ব্যাটসম্যানদের অস্ত্র একমাত্র ওই উইলো-টাই। এবার সেই উইলোতে ভর করে সমালোচকদের জবাব দিলেন রিজওয়ান। ইংল্যান্ডের বিপক্ষে ৪৬ বলে ৬৮ রানের চমৎকার এক ইনিংস খেলেছেন তিনি। আর এই ইনিংস খেলার মধ্য দিয়ে ছুঁয়েছেন নতুন মাইলফলক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রান ক্লাবের নতুন সদস্য এখন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

স্ট্রাইক রেট নিয়ে কখনো কখনো সমালোচনার শিকার হলেও ধারাবাহিকভাবে রান করার ক্ষেত্রে জুড়ি নেই মোহাম্মদ রিজওয়ানের। বর্তমানে তাঁর টি-টোয়েন্টি ব্যাটিং গড় ৫১.৫৬, নামের পাশে রয়েছে ১টি শতক আর ১৭টি অর্ধশতক।

আর এই ২০০০ রান তোলার কীর্তি গড়তে মোহাম্মদ রিজওয়ানের প্রয়োজন হয়েছে মাত্র ৫২ ইনিংস। ইনিংসের হিসেবে এই দুই হাজারি ক্লাবের দ্রুততম সদস্য তিনি। কিন্তু দ্রুততম পাঁচের বাকি চারজন কারা, সেটাই জেনে নেয়া যাক এবার।

  • বাবর আজম (পাকিস্তান) 

মোহাম্মদ রিজওয়ানের সতীর্থ বাবর আজম আছেন এই তালিকায় সবার উপরে। ২০০০ রান করতে রিজওয়ানের সমান ৫২টি ম্যাচ প্রয়োজন হয়েছে তাঁর৷ ২০১৬ সালে অভিষেকের পর থেকেই এই ফরম্যাটে দারুণভাবে পারফর্ম করে যাচ্ছেন বাবর, লম্বা একটা সময় পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে ছিলেন তিনি।

এখন পর্যন্ত বিশ ওভারের ফরম্যাটে এই তারকার মোট রান ২৭৮৫, ব্যাটিং গড় ৪২.২০ এবং স্ট্রাইক রেট ১২৮.৮২। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১টি সেঞ্চুরি এবং ২৬টি হাফ সেঞ্চুরি করেছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক।

  • বিরাট কোহলি (ভারত)

ব্যাটসম্যানদের এমন রেকর্ড খুব কমই আছে যেখানে শীর্ষস্থানীয় কয়েকজনের মধ্যে বিরাট কোহলির নাম পাওয়া যাবে না। ব্যতিক্রম হয়নি দ্রুততম ২০০০ রান সংগ্রহের রেকর্ডের ক্ষেত্রেও।

মাত্র ৫৬ ইনিংস খেলেই ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে দুই হাজারি ক্লাবে প্রবেশ করেছিলেন ভারতের এই ব্যাটার৷ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট কোহলির মোট রান এখন অবশ্য ৩৫৮৬; ব্যাটিং গড়টা পঞ্চাশের বেশি আর স্ট্রাইক রেট প্রায় ১৩৮। কিছুদিন আগের এশিয়া কাপেই পেয়েছিলেন নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি, এছাড়া এর আগে করেছিলেন ৩২টি ফিফটি।

  • লোকেশ রাহুল (ভারত)

তালিকায় বিরাট কোহলির পরেই আছেন তাঁর স্বদেশী ব্যাটার লোকেশ রাহুল। কোহলির চেয়ে দুই ম্যাচ বেশি খেলে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। মোহাম্মদ রিজওয়ানের সাথে একইদিনে এমন রেকর্ড গড়েছেন এই ডানহাতি।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত রাহুলের মোট সংগ্রহ ২০১৮ রান। ছোট ফরম্যাটের এই ক্যারিয়ারে ইতোমধ্যে দুইবার তিন অঙ্কের দেখা পেয়েছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার, সেই সাথে ১৮টি অর্ধশতক রয়েছে তাঁর ঝুলিতে।

  • অ্যারন ফিঞ্চ(অস্ট্রেলিয়া) 

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২০০০ রান সংগ্রহ করার জন্য অ্যারন ফিঞ্চকে খেলতে হয়েছে ৬২টি ইনিংস। তাই দ্রুততম ব্যাটারদের এই তালিকার পাঁচ নম্বরে রয়েছে অজি অধিনায়কের নাম।

এখন পর্যন্ত ৯৩টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন ফিঞ্চ, এইসময় ৩৫ গড় এবং ১৪৫.৪৫ স্ট্রাইক রেটে করেছেন ২৮৭৭ রান। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেছিলেন তিনি, যা এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...