২০২৬ এ হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আয়োজন ফিফা ওয়ার্ল্ড কাপের ২৩ তম আসর। ফুটবল বিশ্বের? গোটা বিশ্বের বললেও সঠিক বৈকি ভুল হবে না। উল্লেখিত বছরে ক্রিকেট ভক্তরাও পেতে যাচ্ছে শর্টেস্ট ফরম্যাট অব ক্রিকেটের বিশ্বকাপের স্বাদ। ৪৮ টি দল নিয়ে হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ অন্য দিকে ২০ টি দল নিয়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন বেশ কিছু দল রয়েছে যাদের জাতীয় সঙ্গীত এবার দুই মঞ্চেই বাজতে চলেছে।
- অস্ট্রেলিয়া

ক্রিকেট বিশ্বের পরাশক্তি অস্ট্রেলিয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘বি’ তে খেলতে যাচ্ছে। সেখানে তাঁদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড কিংবা ওমানের মতো দলগুলো। নিশ্চিতভাবেই হেসে খেলে প্রথম রাউন্ড পার করতে যাচ্ছে তাঁরা। ক্রিকেটের এই পরাশক্তি পিছিয়ে নেই ফুটবলেও। টানা ৭ম বারের মতো অস্ট্রেলিয়া অংশ নিতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপে। সৌদি আরবের সাথে ২-১ গোলের জয়ে প্রত্যক্ষভাবেই ফিফা ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করেন তাঁরা।
- নিউজিল্যান্ড
ক্রিকেট বিশ্বের আরেক পরিচিত মুখ নিউজিল্যান্ড ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’ তে খেলতে যাচ্ছে। সেখানে তাঁদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা এবং আরব আমিরাত। দক্ষিণ আফ্রিকা কিংবা আফগানিস্তানের সাথে নিউজিল্যান্ডের এবারের ম্যাচগুলো গ্রুপ স্টেজের মূল আকর্ষণ হতে যাচ্ছে। নিউজিল্যান্ড ফুটবল দল ওএফসি এর ফাইনালে নিউ ক্যালিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে তাঁদের জায়গা নিশ্চিত করেছে। গ্রুপ ‘জি’ তে এবার তাঁদের প্রতিপক্ষ হতে যাচ্ছে বেলজিয়াম, মিশর এবং ইরান।

- দক্ষিণ আফ্রিকা
১৯৯৮, ২০০২, ২০১০ এর পর চতুর্থ বারের মতো ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ‘এ’ তে তাঁদের এখন অবধি নিশ্চিত প্রতিপক্ষ হতে যাচ্ছে মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকা এবার লড়বে নিউজিল্যান্ডের সাথেই গ্রুপ ‘ডি’ তে।
- ইংল্যান্ড
ফুটবল-ক্রিকেট এর জন্মস্থান ইংল্যান্ড ঐতিহাসিকভাবেই দুই ক্রীড়া জগতেই নিজেদেরকে পরাশক্তি হিসেবে গড়ে তুলেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে হয়ে খেলতে যাচ্ছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘এল’ এ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামার বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছেন ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
- নেদারল্যান্ডস
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস খেলতে যাচ্ছে গ্রুপ ‘এ’-তে। গ্রুপ স্টেজে তাঁদেরকে লড়তে হবে ভারত, পাকিস্তানের মতো ক্রিকেটীয় পরাশক্তিদের সাথে। ২০২৬ ফিফা ওয়ার্ল্ডকাপে নেদারল্যান্ডস গ্রুপ ‘এফ’ এ রয়েছে।
- কানাডা
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’ তে দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের মতো নাম লিখিয়েছে কানাডাও। ফিফা ওয়ার্ল্ড কাপে তাঁরা মাঠে নামতে যাচ্ছে তারা গ্রুপ ‘এফ-এ’ এ।
- মার্কিন যুক্তরাষ্ট্র
আসন্ন ২০২৬ টি -টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের সাথে গ্রুপ ‘এ’ তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও। স্বাগতিক দেশ হওয়ার সুবাদে এবার তাঁদের দেখা যাবে ফিফা ওয়ার্ল্ডকাপেও।

এছাড়াও ইতালি ও আয়ারল্যান্ডের ফিফা বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখনো আছে, সেক্ষেত্রে দুই বিশ্বকাপেই খেলা দলের মাঝে দলসংখ্যা আরও বাড়তে পারে।










