দ্বাদশ আসরের প্রথম হ্যাটট্রিক রানার নামের পাশে!

বাংলাদেশের প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের প্রথম হ্যাটট্রিক। মেহেদী হাসান রানার অবিশ্বাস্য কীর্তি। এক লহমায় যেন সব হিসাব বদলে দিলেন তিনি।

বাংলাদেশের প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের প্রথম হ্যাটট্রিক। মেহেদী হাসান রানার অবিশ্বাস্য কীর্তি। এক লহমায় যেন সব হিসাব বদলে দিলেন তিনি।

তিন ওভারে ২৪ রান দরকার সিলেটের। হাতে পাঁচ উইকেট। ম্যাচ যে তখন সিলেটের পকেটে, তা আর বলার অপেক্ষা রাখে না। তখনই বল হাতে এলেন রানা। শুরুটা করলেন নো-বল দিয়ে। কেউ ভাবেনি তখনও সিলেটের আকাশে এক ঝড় ঘনিয়ে আসছে।

যার শুরুটা হলো ওভারের চতুর্থ বলে, সেট ব্যাটার মেহেদী মিরাজকে তুলে নিলেন রানা। মেহেদী যে পথ দিয়ে ফিরলেন, সেই পথেই নাসুম আহমেদ ক্রিজে এলেন। রানা তাঁকে তুলে নেন। পরপর দুই উইকেট তুলে জমিয়ে তোলেন ম্যাচটাকে। তখনও যে ম্যাজিকের শেষটা বাকি ছিল, বাকি ছিল রানার শেষ থাবাটা। তৃতীয় শিকার খালেদ আহমেদ, আর তাতেই হ্যাটট্রিকের কীর্তি গড়েন তিনি।

বিপিএল ইতিহাসে অষ্টম বোলার হিসেবে হ্যাটট্রিকের খাতায় নিজের নাম তুললেন। নিজের দিনটাকে স্মরণীয় করলেন। শুধু হ্যাটট্রিকই নয়, চার ওভারে শিকার করেছেন চার উইকেট। তবে এত কিছুর পরেও শেষমেশ পরাজিত দলের নায়ক হিসেবেই থাকতে হলো তাঁকে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link