৫ বলের ওভার! প্রথম শুনে আপনি ভাবতেই পারেন আইসিসি হয়ত আবার নতুন কোনো নিয়ম চালু করতে পারে। কিংবা অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড – তাঁদের ঘরোয়া ক্রিকেটে চালুকৃত এরকম কোনো নিয়ম।
কিন্তু আপনার সব চিন্তার বাইরে গিয়ে যখন জানবেন যে এই ঘটনাটা আন্তর্জাতিক ক্রিকেটেই ঘটেছে।তাও আবার বিশ্বকাপ টি-টোয়েন্টির মত বৈশ্বিক আসরে।
শুক্রবার অ্যাডিলেড ওভালে এক নম্বর গ্রুপের সুপার টুয়েলভ ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের। চরম প্রতিদ্বন্দ্বিতা-পূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়া মাত্র ৪ রানের ব্যবধানে আফগানিস্তানকে পরাজিত করলেও সব ছাপিয়ে এই ম্যাচের ফলাফল ছাপিয়ে হেডলাইন হয়েছে আম্পায়ার দের পাঁচটি ডেলিভারিতে ওভার ঘোষণা করার ঘটনা।
ম্যাচের তখন চতুর্থ ওভার শুরু। নিজের প্রথম ওভার বল করতে আসেন আফগানিস্তানের বোলার নাভিন উল হক। ক্রিজে ছিলেন দুই অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবং মিশেল মার্শ।
ওভারের প্রথম বলে মার্শ রান দিয়ে ওয়ার্নারকে স্ট্রাইক দেন দ্বিতীয় বলে ওয়ার্নার ১ রান নিয়ে প্রান্ত বদল করেন। তৃতীয় বলে মার্শ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে ৪ মারেন।
চতুর্থ বলে মার্শ ২ রান সহ ওভার থ্রো তে একরান নিয়ে সবমোট ৩ রান নেন। পঞ্চম বলে ওয়ার্নার ডট বল খেলেন। মানে কোনো রান আসেনি।
কিন্তু এরপর পরই আম্পায়াররা ওভার ঘোষণা করেন, মানে ষষ্ঠ বলটা আর হয়নি। যা সম্পূর্ণ ভাবেই ম্যাচের কমেন্টেটর থেকে শুরু করে দর্শকদের মনে কৌতূহল তৈরি করলেও আম্পায়াররা বুঝতে পারেননি।
এবারের বিশ্বকাপে অবশ্য আম্পায়ারিং নিয়ে বিতর্ক এই প্রথম না। বিশ্বকাপ এর শুরর দিকে ভারত পাকিস্তানের ম্যাচে নো বল কল, বাংলাদেশ ভারত ম্যাচে আম্পায়ারদের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন খেলোয়াড়দের খেলা পরবর্তী মন্তব্য একাধিক বিশ্ব মিডিয়াতে চাউর হয়েছে।
এর মধ্যেই আবার আম্পায়ারদের এই ৫ বলে ওভার ঘোষণা কাণ্ড, বিশ্বকাপে আম্পায়ারিং নিয়ে বিতর্ক যেন আরও তাতিয়ে তুলল।