ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে দারুণ এক জয় পেয়েছে ভারত। এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিলো তাঁরা। এই সিরিজে অবশ্য দুই দলই বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এই যেমন বিরাট কোহলি, লোকেশ রাহুল, জ্যাক লিচরা ছিলেন মাঠের বাইরে।
যদিও তাঁদের অনুপস্থিতিতে তরুণরা সুযোগ কাজে লাগিয়েছেন। ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়ে লাইমলাইটে উঠে এসেছেন এমন কয়েকজন উদীয়মান তারকাকে এবার দেখে নেয়া যাক।
- ধ্রুব জুরেল (ভারত)
তৃতীয় টেস্টে অভিষেক ক্যাপ পেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪৬ রান করে ভরসার প্রতিদান দেন তিনি। তবে কাজের কাজটা করেন পরের ম্যাচে, দুই ইনিংসে যথাক্রমে ৯০ এবং ৩৯* রান আসে তাঁর ব্যাট থেকে। ফলে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচন করা তাঁকে।
- সরফরাজ খান (ভারত)
জুরেলের সঙ্গে একসাথেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সরফরাজ খান। রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম করার পর সুযোগ পেয়েছিলেন তিনি, আর অভিষেক ম্যাচেই জোড়া হাফসেঞ্চুরি করার মাধ্যমে সুযোগের সদ্ব্যবহার করেন এই ডানহাতি। বলাই যায়, রাজকোটে ভারতের বড় জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর।
- আকাশ দীপ (ভারত)
জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেয়ায় একাদশে রাখা হয়েছিল আকাশ দীপকে। প্রথমবারের মত ভারতের জার্সিতে খেলতে নেমেই বাজিমাত করেছেন তিনি। নো বলে উইকেট পেয়ে শুরু এরপর অগ্নিপরীক্ষা নিয়েছেন ব্যাটারদের। প্রথম ইনিংসে তিন উইকেট শিকার করে ইংলিশ টপ অর্ডার একাই গুঁড়িয়ে দিয়েছিলেন এই ডানহাতি।
- শোয়েব বশির (ইংল্যান্ড)
ভিসা বিষয়ক সমস্যার কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি শোয়েব বশির। তবে দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেতেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। সবমিলিয়ে দুই ম্যাচ খেলে ১২ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন এই তরুণ স্পিনার; রাঁচি টেস্টে ফাইফারের স্বাদও পেয়েছেন তিনি।
- টম হার্টলি (ইংল্যান্ড)
হায়দ্রাবাদ টেস্ট দিয়ে সাদা পোশাকের দুনিয়ায় প্রবেশ করেছিলেন টম হার্টলি। অভিষেক ম্যাচে নয় উইকেট শিকার করে স্বাগতিকদের একা হাতে হারিয়ে দিয়েছিলেন তিনি। লোকেশ রাহুল, শুভমান গিলরা স্রেফ বোকা বনে গিয়েছিলেন তাঁর বোলিং জাদুতে।