বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত

চলতি মাসের মাঝামাঝি সময়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এই ওয়ানডে সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষে থেকে জানানো হয়েছে আগামী ১৬ মে ঢাকায় আসবে শ্রীলঙ্কা। এরপর তিন দিনের কোয়ারেন্টাইন শেষে দুই দিন অনুশীলন করার পর ২১ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সিরিজের এক মাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। প্রস্তুতি ম্যাচ শেষে আবার দুই দিন অনুশীলন করবে শ্রীলঙ্কা।

এরপর ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর একটায়।

চূড়ান্ত সূচি

  • প্রস্তুতি ম্যাচ: ২১ মে (বিকেএসপি, সকাল নয়টা)
  • প্রথম ওয়ানডে: ২৩ মে (মিরপুর, দুপুর একটা)
  • দ্বিতীয় ওয়ানডে: ২৫ মে (মিরপুর, দুপুর একটা)
  • তৃতীয় ওয়ানডে: ২৮ মে (মিরপুর, দুপুর একটা)

এই সিরিজের প্রস্তুতি নিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা গত দুই মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে। পাঁচ মে পর্যন্ত অনুশীলন করার পর এক দিন বিশ্রাম শেষে সাত মে থেকে নয় মে পর্যন্ত আবার তিন দিন অনুশীলন করবেন ক্রিকেটাররা।

টেস্ট সিরিজ শেষে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ দল দেশে ফিরেছে চার মে। প্রথম তিন দিনের অনুশীলনে সবাই না থাকলেও শেষের তিন দিনের অনুশীলনে যোগ দিবেন প্রাথমিক দলে থাকা সব ক্রিকেটাররা। তিন দিনের অনুশীলন শেষে দশ মে ঈদের ছুটিতে যাবেন সবাই। সাত দিনের ছুটি শেষে ১৭ মে আবার অনুশীলনে যোগ দিবেন মুশফিক তামিমরা।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য গত এক মে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘ দিন পর আবারো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস। ইমরুল কায়েস সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে (আইপিএল) খেলার জন্য গত দুই সিরিজের দলে না থাকলেও শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন সাকিব আল হাসান। সব কিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন এই অলরাউন্ডার।

এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার শহিদুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াডেও ছিলেন এই পেসার। আর সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার আল আমিন হোসেন।

বাংলাদেশের প্রাথমিক দল: তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link