উড়ে এসে দলকে জেতালেন আকিল!

'প্রথম ম্যাচের সময় টিভি দেখে ভাবলাম টিভির কালারে সমস্যা, পরে দেখি পিচ কালো, আমার টিভিতে কোনো সমস্যা নেই।' নাটকীয় সুপার ওভার জয়ের পর প্রেস কনফারেন্সে এসে এমন কথাই বললেন আকিল হোসেন। তবে সেই কালো পিচেই উড়ে এসে ছড়ি ঘুরিয়েছেন, দলকে জিতিয়েছেন।

‘প্রথম ম্যাচের সময় টিভি দেখে ভাবলাম টিভির কালারে সমস্যা, পরে দেখি পিচ কালো, আমার টিভিতে কোনো সমস্যা নেই।’ নাটকীয় সুপার ওভার জয়ের পর প্রেস কনফারেন্সে এসে এমন কথাই বললেন আকিল হোসেন। তবে সেই কালো পিচেই উড়ে এসে ছড়ি ঘুরিয়েছেন, দলকে জিতিয়েছেন।

প্রথম ওয়ানডেতে দলের হার দেখেছেন ওয়েস্ট ইন্ডিজে বসে। মিরপুরের উইকেট দেখে অবাক হয়েছেন, সতীর্থদের নাকানি-চুবানি খেতে দেখে হয়তো ব্যথিতও হয়েছেন।

বাংলাদেশ যখন প্রথম ম্যাচ শেষে নাসুম আহমেদকে দলে ভেড়ালো, ওয়েস্ট ইন্ডিজ তার জবাবে উড়িয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল আকিল হোসেনকে। পরদিনই উড়াল দিলেন বাংলাদেশের উদ্দেশে, আর এসেই জয় করলেন মিরপুর দুর্গ।

ওয়েস্ট ইন্ডিজ তাঁকে দলে রেখেই গুটি সাজালো, বাংলাদেশের পাতা ফাঁদে তাদেরই আটকাতে চাইলো। যার বড় ভূমিকা জুড়ে রাখা হলো আকিলকে। তিনিও আস্থার প্রতিদান দিলেন। বল হাতে ১০ ওভার হাত ঘুরিয়ে ৪১ রান দিয়ে তুলে নেন দুই উইকেট।

তবে সেখানেই গল্পের শেষ টানেননি। ব্যাট হাতেও দলের বিপদে ঢাল হয়ে দাঁড়ালেন। জয়টা যখন হাত ফসকে যেতে বসেছিল, সেই আকিল তা আঁকড়ে ধরার পথ দেখালেন। মহাগুরুত্বপূর্ণ সময়ে করলেন ১৭ বলে ১৬ রান।

নাটকের শেষ পর্বে সুপার ওভারে গড়াল ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে টার্গেট দিল ১১ রানের। আর তা আটকানোর দায়িত্ব দেওয়া হলো আকিলকেই। প্রথম বলে ওয়াইড দিলেন, পরেরটা নো, শেষমেশ তাঁর এক বল থেকে খরচা হলো পাঁচ রান। তবে নিজের ভুলটা শুধরে নিলেন মুহূর্তেই—শেষ পাঁচ বলে দিলেন চার রান।

আর তাতেই প্রথম ম্যাচ হারার শোধ নিল উইন্ডিজ, সিরিজে ফেরাল সমতা। আর বলতে গেলে, উড়ে এসে জুড়ে বসে দলকে জেতালেন আকিল।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link