তিন কারণে চেন্নাইয়ের অবস্থা বেহাল!

সব মিলিয়ে সিএসকের সামনে সময়টা খুব কঠিন। ধোনির দেরিতে নামা, মিডল অর্ডারের ব্যর্থতা আর জাদেজার অফ ফর্ম সবকিছু মিলিয়ে এবার প্লে-অফে ওঠাটা তাদের জন্য অনেকটাই দূর স্বপ্ন হয়ে দাঁড়াতে পারে।

প্রথম দুই ম্যাচের দুইটিতেই হার। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন এই চেন্নাই সুপার কিংস যেন বড্ড অচেনা। দুর্বল পারফরম্যান্স এবং একাধিক ভুল সিদ্ধান্তের কারণে সিএসকের প্লে-অফে ওঠা নিয়েই প্রশ্ন উঠেছে।

কোন তিন কারনে চেন্নাই এবার প্লে-অফ খেলতে পারবে না তা নিয়েই খেলা ৭১-এর এবারের আয়োজন।

  • ধোনির স্বার্থপরতা


মহেন্দ্র সিং ধোনি এখনও দলের সেরা হিটার, এতে কোনো সন্দেহ নেই। তবে এত বড় খেলোয়াড় হয়েও তিনি সাত নম্বরে ব্যাট করতে এসেছেন, যখন ম্যাচ প্রায় শেষ। এর চেয়েও অবাক করার বিষয়, একজন বোলার রবিচন্দ্রন অশ্বিন ধোনির আগে ব্যাটিংয়ে এসেছেন।

এমন পরিস্থিতিতে ধোনির উচিত ছিল জাদেজা বা অশ্বিনের আগেই ব্যাট করতে আসা। কিন্তু তিনি দেরিতে নামলেন এবং ম্যাচে প্রভাব ফেলতে ব্যর্থ হলেন। ভক্ত-সমর্থকদের ধারনা তিনি নিজেকে লুকিয়ে রাখতেই এতো পরে নামছেন। এতে দলের রান রেটেও বড় ক্ষতি হচ্ছে।

  • অপরিপক্ক ব্যাটিং লাইনআপ

সিএসকের ব্যাটিং লাইনআপে থাকা তিন ভারতীয় ব্যাটসম্যান দুবে, হুডা ও ত্রিপাঠি পুরোপুরি ব্যর্থ। দুবে দুই ম্যাচে রান করেছেন মোটে ২৮, হুডা করেছেন মাত্র ৭ এবং ত্রিপাঠিও করেছেন ৭ রান।

এই তিন ব্যাটার চেন্নাইয়ের ব্যাটিং ভরসা হওয়ার কথা ছিল, কিন্তু তাঁরা বারবার ব্যর্থ হওয়ায় রচীন রবীন্দ্র ও অধিনায়কের উপর চাপ বাড়ছে। মিডল অর্ডার থেকে কোনো অবদান না আসায় দলের ব্যাটিং লাইনআপ প্রায় ধসে পড়েছে।

  • জাদেজার ফর্মহীনতা


চেন্নাইয়ের চেপুক স্টেডিয়ামে স্পিনারদের জন্য আদর্শ পিচে উইকেট না পাওয়াটা রীতিমতো অস্বাভাবিক। কিন্তু রাভিন্দ্র জাদেজা দুই ম্যাচেই একটিও উইকেট পাননি। ইকোনমি রেট প্রায় ৯.৫০।

জাদেজা যদি নিজের ঘরের মাঠেই ব্যর্থ হন, তাহলে বাইরে ফ্ল্যাট উইকেটে পারফর্ম করাটা আরও কঠিন হয়ে দাঁড়াবে। সিএসকের বোলিং ইউনিটের অন্যতম স্তম্ভ যদি ছন্দে না থাকেন, তাহলে দলের সামগ্রিক পারফরম্যান্সও তাতে বিপর্যস্ত হবে।

সব মিলিয়ে সিএসকের সামনে সময়টা খুব কঠিন। ধোনির দেরিতে নামা, মিডল অর্ডারের ব্যর্থতা আর জাদেজার অফ ফর্ম সবকিছু মিলিয়ে এবার প্লে-অফে ওঠাটা তাদের জন্য অনেকটাই দূর স্বপ্ন হয়ে দাঁড়াতে পারে।

Share via
Copy link