ক্রিকেটের দুনিয়ায় কত রেকর্ডের ঘটনাই তো ঘটে। ৬,৬,৬,৬,৬, নো বল, ৬, ৬- যদি বলি এটি একটি ওভারে সংগ্রহীত রান সংখ্যা, অবাক হবেন? হ্যাঁ, ঘটেছেও তাই। এই কীর্তি মহারাষ্ট্র অধিনায়ক রুতুরাজ গায়কড়ের। এমন চমকপ্রদ ঘটনাটি ঘটেছে ভারতের বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালের শেষ ওভারে।
উত্তর প্রদেশের বাঁ-হাতি স্পিনার শিবা সিং ছিলেন এই ধ্বংসযজ্ঞের ভুক্তভোগী। একটি ওভারেই রুতুরাজ গায়কড় মেরেছেন সাতটি ছক্কা। রান হিসেবে এই এক ওভারেই স্কোরবোর্ডে যোগ হয় ৪৩ টি রান। অর্থাৎ মহারাষ্ট্রের স্কোরকার্ড এক ওভার ব্যবধানেই ২৭২ রান থেকে এক লাফে ৩১৫ তে উঠে যায়।
এই ম্যাচে গায়কড় একাই করেন ১৫৯ বলে অপরাজিত ২২০ রান। যার জন্য তাঁর লেগেছে ১০টি চার ও ১৬টি ছক্কা। এক ওভারে ৪৩ রান সংগ্রহ করাটা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড।
এর আগেও এক ওভারে ৪৩ রান নেয়ার রেকর্ড আছে লিস্ট-এ ম্যাচে। সেটি অবশ্য ২০১৮ সালের ঘটনা। উইলেম লাডিক ছিলেন বোলার। তবে সেখানে ব্যাটসম্যান ছিলেন দুই জন। তাঁরা হলেন – ব্রেট হ্যাম্পটন ও জো কার্টার। কিন্তু রুতুরাজ গায়কড় একাই সেই রেকর্ডে ভাগ বসালেন। এদিকে বোলার শিবা দুর্ভাগ্যজনক ভাবে নয় ওভারে ৮৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
গায়কড়ের এই দুর্দান্ত ব্যাটিং শৈলী ছিল ‘ওয়ান ম্যান শো’। যেখানে মহারাষ্ট্রের বাকি ব্যাটাররা মিলে ১৪২ বলে মাত্র ৯৬ রান স্কোরকার্ডে যোগ করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে গাইকোয়াডের ২২০ নট আউট স্কোরটি ছিল ৩৯ তম ডাবল সেঞ্চুরি। এবং এই ফরম্যাটে গাইকোয়াড পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে এই রেকর্ডে নাম লেখালেন।