আবারও কেকেআরে ফিরছেন গৌতম গম্ভীর

দিল্লীতে জন্ম। আবার সেই দিল্লীরই পূর্বাঞ্চলের সাংসদ হয়েছেন পরবর্তীতে। তবে গৌতম গম্ভীরের ক্রিকেটীয় অর্জনের বিরাট এক অংশ জুড়ে আছে কলকাতা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ৬ মৌসুম নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ২ বার শিরোপাও জিতিয়েছেন। শোনা যাচ্ছে, কলকাতাকে দুই বার আইপিএল জেতানো গম্ভীর নাকি এবার কলকাতার ডাগআউটে আবারো ফিরতে পারেন!

সম্প্রতি, ফ্রি প্রেস জার্নাল নামের এক ভারতীয় গণমাধ্যম সেই গুঞ্জনের কথাই জানাচ্ছে। শেষ মৌসুমে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দেখা গিয়েছিল গম্ভীরকে। তবে গুঞ্জন সত্য হলে, আগামী মৌসুমে কেকেআরের প্রধান কোচ হিসেবে অথবা মেন্টর হিসেবে দেখা যেতে পারে সাবেক ভারতীয় এ ক্রিকেটারকে।

গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব ছেড়েছেন প্রায় ৬ বছর হতে চলল। এরপর থেকে শিরোপা তো দূরে থাক, প্লে-অফের গণ্ডিতেই পৌছাতেই প্রায় আসরে ব্যর্থ হয়েছে কেকেআর। শেষ মৌসুমে, রঞ্জি ট্রফি জয়ী কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে প্রধান কোচের দায়িত্ব দিয়েও ভাগ্য বদলায়নি। 

ধারণা করা হচ্ছে, সাফল্যের তীরে সেই তরী ভিড়াতেই পুরনো যোদ্ধাকে তাই দলে ভেড়াচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এমনিতে কলকাতার সমর্থকরা বরাবরই গম্ভীরকে ঘরের ছেলে হিসেবে মনে করে থাকেন।

ইডেন গার্ডেনে বিগত আসর গুলোতে প্রতিপক্ষ শিবিরে গম্ভীরের উপস্তিতি মানেই ছিল দর্শকদের উচ্ছ্বাস। কলকাতার সমর্থকদের প্রতি সেই কৃতজ্ঞতা প্রায়ই জানা গম্ভীরও। তাই আগামী আসরে কলকাতার ডাগআউটে গম্ভীরের প্রত্যাবর্তন হলে মেলবন্ধন হবে কলকাতার সমর্থক আর গম্ভীরের মাঝেও। 

অবশ্য সবটাই এখন পর্যন্ত গুঞ্জন। এখনও বেশ কিছু সময়ের অপেক্ষা। তবে লখনৌ সুপার জায়ান্টসের আগের বারের কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের চুক্তি শেষ হয়েছে এ মৌসুমেই। আগামী মৌসুমে তাঁর জায়গায় জাস্টিন ল্যাঙ্গারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব ছেড়ে দিয়েছেন গৌতম গম্ভীরও। একই সাথে আগের কোচিং স্টাফও পেতে পারে অব্যাহতি। তাই গম্ভীরের লখনৌ ছেড়ে কলকাতামুখো হওয়ার খবরটা মোটেই উড়িয়ে দেওয়ার মতো নয়। 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link