চমক জাগিয়ে শুরু হয়ে গৌতম গম্ভীরের ভারত অধ্যায়। টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত করেছেন গৌতম। ৩-০ ব্যবধানে জিতেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তবুও কেউ কেউ মনে করছেন গৌতমের স্থায়িত্ব হবে না বেশিদিন। তাদের একজন যোগিন্দর শর্মা।
দায়িত্ব গ্রহণের পরপরই গৌতম চোখে পড়ার মত বদল এনেছেন গোটা দলের মধ্যে। যারা টুকটাক বোলিং পারেন, তাদের প্রত্যেককেই নেট অনুশীলনে বোলিং করতে দেখা যাচ্ছে। পাশাপাশি বোলারদেরকেও ব্যাটিং অনুশীলনে মনোযোগী হতে দেখা গেছে।
শুধু তাই নয় পার্টটাইম বোলাররা দলের জন্য ম্যাচ বের করে নিয়ে আসছেন। প্রায় প্রত্যেকেই যেন বনে গেছেন অলরাউন্ডার। তবুও যোগিন্দর নিজের শঙ্কা প্রকাশ করেছেন। যদিও তার এই শঙ্কার কারণ গৌতমের সোজা সাপ্টা কথা বলার অভ্যাস। তিনি মনে করেন, এই অভ্যাসের কারণেই হয়ত খেলোয়াড়দের সাথে সৃষ্টি হতে পারে মনমালিন্য।
যোগিন্দর বলেন, ‘গৌতম গম্ভীর দলকে সামলে নেওয়ার মত মানুষ। কিন্তু আমার মনে হয় গৌতম গম্ভীর লম্বা সময় ধরে টিকে থাকতে পারবে না। কারণ তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকে। কারও সাথে তাই মতবিরোধ হতে পারে। আমি বিরাট কোহলির কথা বলছি না। অনেকবার এমন হয় যে গৌতম গম্ভীরের সিদ্ধান্ত অনেকের পছন্দ হয় না।’
এরপরই গৌতমের সোজা সাপ্টা কথা বলার বিষয়টি তুলে ধরেন যোগিন্দর। তিনি বলেন, ‘গৌতম সরাসরি কথা বলে। ও কারও কাছে যাওয়ার মানুষ না। সে চাটুকার না। আমরা তার প্রশংসা করি। সে নিজের কাজ করে, সে আন্তরিকভাবে নিজের কাজ করে, প্রচণ্ড সততার সাথে কাজ করে।’
এসব গুণাবলির কারণেই হয়ত মতবিরোধ হতে পারে বলে আশঙ্কা করছেন যোগিন্দর শর্মা। ঠিক সে কারণেই হয়ত লম্বা সময় ধরে টিকে থাকা হবে না তার। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড লম্বা সময়ের জন্য চুক্তি করেছে গৌতম গম্ভীরের সাথে। ২০২৭ সালের শেষ অবধি ভারত জাতীয় দলের দায়িত্ব থাকছেন গৌতম।