দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর মাত্র পাঁচদিন বাকি। আগামী ১৬ অক্টোবর শ্রীলঙ্কা বনাম নামিবিয়ার প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব সেরার লড়াই।
র্যাংকিংয়ের সেরা আট দলের সাথে প্রথম পর্ব পেরিয়ে আসা চার দল মোট ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে এবারের শিরোপার লড়াইয়ে মাঠে নামবে। বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে।
বাংলাদেশ দল কন্ডিশনের সাথে মানিয়ে নিতে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান-নিউজিল্যান্ডের সাথে। ভারত, শ্রীলঙ্কা, ওয়েষ্ট ইন্ডিজ, ইংল্যান্ড ইতিমধ্যে তাসমান সাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে। বাকি দলগুলোও একই পথের পথিক।
আর বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেট বোদ্ধারা নিজেদের ভবিষ্যদ্বানী দেওয়া শুরু করেছেন। টুর্নামেন্ট ফেবারিট কিংবা কে হতে পারে সেরা খেলোয়াড় ইত্যাদি নিয়ে ক্রিকেট বিশ্লেষকরা তাদের মত প্রকাশ করছেন।
তারই প্রেক্ষিতে, ইতিহাসের সেরা টি-টোয়েন্টি প্লেয়ার ক্রিস গেইল কে হতে পারে এবারের ফাইনালিস্ট তা নিয়ে নিজের ভাবনা সমর্থকদের জানালেন। ভারতীয় এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ইউনিভার্স বস বলেন, ‘আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া এবারের এবারের বিশ্বকাপের ফাইনাল খেলবে। যদিও ওয়েস্ট ইন্ডিজের জন্য এবার কিছুটা কঠিন সময় অপেক্ষা করছে। কারণ তাদের অধিনায়ক নতুন এবং (কাইরেন) পোলার্ড, (আন্দ্রে) রাসেল, (ডোয়াইন) ব্রাভোদের মতো অভিজ্ঞ কেউ দলে নেই।’
অভিজ্ঞদের সুযোগ দেওয়া উচিৎ ছিল মনে মনে করছেন গেইল। তিনি আরও যোগ করেন, ‘যদিও এই দলে অভিজ্ঞতার ঘাটতি রয়েছে তবে সুযোগ পাওয়া সবাই প্রতিভাবান এবং তারা যেকোনো দলের বিপক্ষে বিপদজনক হয়ে উঠতে পারে। আশা করি তারা ভালো কিছু করবে।’
উল্লেখ্য, এবারের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েও অস্ট্রেলিয়াগামী বিমান মিস করায় শিমরন হেটমায়ারকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিয়ে দেয় উইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউসিবি)। তার পরিবর্তে শামারাহ ব্রুকসকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়।