নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন ক্যাম্পবেল

অ্যান্টি-ডোপিং আইন লঙ্ঘনের দায়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার জন ক্যাম্পবেলকে গেল অক্টোবর চার বছরের নিষেধাজ্ঞা দিয়েছিলো জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন (জ্যাডকো)। এপ্রিল মাসে তার কাছে চাওয়া রক্তের নমুনা সরবরাহ করতে অস্বীকার করায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়।

অ্যান্টি-ডোপিং আইন লঙ্ঘনের দায়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার জন ক্যাম্পবেলকে গেল অক্টোবর চার বছরের নিষেধাজ্ঞা দিয়েছিলো জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন (জ্যাডকো)। এপ্রিল মাসে তার কাছে চাওয়া রক্তের নমুনা সরবরাহ করতে অস্বীকার করায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়।

জ্যাডকো’র শাস্তি ঘোষণার তিনদিন পর গতকাল ক্যাম্পবেল ও তার আইনি প্রতিনিধি এই বিবৃতি দেন যে, ‘ক্যাম্পবেলকে তার নমুনা প্রদানের বিষয় নিয়ে যথাযথভাবে অবহিত করা হয়নি। এবং তিনি কেন নমুনা সরবরাহ করেননি তা ব্যাখ্যার জন্য ক্যাম্পবেলের নিকট বেশ কয়েকটি কারণ রয়েছে।’

তাদের বিবৃতিতে আরও বলা হয়, ‘মিস্টার জন ক্যাম্পবেল ও তাঁর আইনি দল এই রায় নিয়ে খুবই হতাশ। ক্যাম্পবেল একজন ব্যাটসম্যান হিসেবে তার ক্যারিয়ার জুড়ে পরিচ্ছন্ন ক্রীড়াবিদ ছিলেন। তিনি এই বিষয়ে সৎ থাকার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ক্যাম্পবেল যথা সময়ে তার আপিলের অধিকার প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিবে।’

২৬ বছর বয়সী ক্যাম্পবেল ক্যারিবিয়ানদের হয়ে ২০ টি টেস্ট, ছয়টি ওয়ানডে আর দু’টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৯ থেকে খেলা পাঁচ টেস্টে ৩৫.৪২ গড়ে ২৪৮ করেছেন বাঁ-হাতি এই ওপেনার।

জানিয়ে রাখা ভাল, তিন সদস্যের স্বাধীন প্যানেল শুক্রবারে নিজেদেরে ১৮ পৃষ্ঠার প্রতিবেদন পেশ করে। ক্যাম্পবেল ডোপ পরীক্ষার জন্য রক্ত দিতে অস্বীকৃতি জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর এটা মাদক বিরোধী আইনের বরখেলাপ। তাই, তাঁকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...