ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হকের হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক আউট হয়ে গেলেও ৬২ রান করে অপরাজিত ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু দল জিতলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ওপেনার সৌম্য সরকার।
তবে ১৫২ রান তাড়া করতে নেমে শুরটা ভালো হয়েছিল না গাজী গ্রুপ ক্রিকেটার্সের। দলীয় ৪০ রানের ভিতর ফিরে যান দুই ওপেনার সৌম্য সরকার ও শাহাদাত হোসেন। দুজনের ব্যাট থেকেই আসে ১৩ রান করে। দুই ওপেনার ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক।
তৃতীয় উইকেটে ১০০ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেন মাহমুদউল্লাহ ও মুমিনুল হক। ৩৬ বলে ৫৪ রান করে মুমিনুল হক আউট হয়ে গেলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ। গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক অপরাজিত থাকেন ৫১ বলে ৬২ রান করে। শেখ জামালের পক্ষে দুটি উইকেট শিকার করেন সালাউদ্দিন শাকিল।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ আশরাফুল ও সৈকত আলী। উদ্বোধনী জুটিতেই দুজন যোগ করেন ৬৯ রান। কিন্তু দারুণ শুরু করেও ইনিংস বড় করতে পারেনি কেউই।
৩০ বলে ৩৩ রান করে সৌম্য সরকারের প্রথম শিকার হয়ে সৈকত ফিরে যাওয়ার পর ৩৫ বলে ৪১ রান করে ফিরে যান আশরাফুলও। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের জোড়া আঘাতে নাসির হোসেন ও নুরুল হাসান সোহান আউট হয়ে গেলে ব্যাটিং বিপর্যয়ে পরে শেখ জামাল।
১৩ বলে ২০ রান করেন নাসির আর সোহানের ব্যাট থেকে আসে ১০ রান। ১১৪ রানে ৫ উইকেট হারানোর পর শেষের দিকে জিয়াউর রহমানের ২১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুকিদুল ইসলাম এবং একটি করে উইকেট পেয়েছেন আরিফুল হক, সৌম্য সরকার ও নাসুম আহমেদ।
- সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ১৫১/৭ (ওভার: ২০; সৈকত- ৩৩, আশরাফুল- ৪১, নাসির- ২০, সোহান- ১১, জিয়াউর- ২১) (মাহমুদউল্লাহ- ৩-০-২৩-২, মুকিদুল- ৪-০-৩৬-২)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১৫৬/৩ (ওভার: ১৮.৫ ; সৌম্য- ১৩, শাহাদাত- ১৩, মুমিনুল- ৫৪, মাহমুদউল্লাহ- ৬২*, জাকির- ১০* ) (এনামুল- ৩-০-২১-২, শাকিল- ৩-০-২৯-১)
ফলাফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৭ উইকেটে জয়ী।