প্রাইম দোলেশ্বরের প্রথম জয়

এই দুই দলের স্কোয়াডে মেহেদী হাসান মিরাজ ও সাইফ হাসান ছাড়া জাতীয় দলের ক্রিকেটার নেই বললেই চলে। ইকোনোমিকাল বোলিং করে মিরাজ এক উইকেট শিকার করলেও দলের প্রয়োজনে ব্যর্থ ছিলেন ব্যাট হাতে। আর দল জিতলেও অস্বত্বিকর ব্যাটিং করেছেন সাইফ হাসান।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১৫ রানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বৃষ্টির কারণে প্রথম রাউন্ডের ম্যাচ পরিত্যক্ত হয়েছিল তাদের।

এই দুই দলের স্কোয়াডে মেহেদী হাসান মিরাজ ও সাইফ হাসান ছাড়া জাতীয় দলের ক্রিকেটার নেই বললেই চলে। ইকোনোমিকাল বোলিং করে মিরাজ এক উইকেট শিকার করলেও দলের প্রয়োজনে ব্যর্থ ছিলেন ব্যাট হাতে। আর দল জিতলেও অস্বস্তিকর ব্যাটিং করেছেন সাইফ হাসান।

প্রথম ম্যাচের মত আজকের ম্যাচেও দারুণ বল করেছেন প্রাইম দোলেশ্বরের বোলাররা। ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খেলাঘর। ১৫ রানে রানে তিন উইকেট হারানোর চতুর্থ উইকেটে ফরহাদ হোসেন ও সালমান হোসেনের জুটিতে ঘুঁড়ে দাঁড়ানোর চেষ্টা করে তারা।

কিন্তু ৪০ রানের এই জুটি ভাঙার পর আবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে খেলাঘর। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে না পেরে ১৩০ রানে অল আউট হয়ে ১৫ রানে হেরে যায় খেলাঘর। প্রাইম দোলেশ্বরের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন কামরুল ইসলাম, রেজাউর রহমান ও এনামুল হক জুনিয়র।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার ইমরানউজ্জামান। আরেক ওপেনার ফজলে মাহমুদ রাব্বিকে নিয়ে ২৯ বলে ৪৫ রানের জুটি গড়েন তিনি। যেখানে ১৭ বলে ৪০ রানই আসে ইমরানউজ্জামানের ব্যাট থেকে।

তবে অন্য প্রান্তে ফজলে মাহমুদ ধীর গতিতে ব্যাট করায় সেই ভাবে বাড়েনি রানের গতি। ২২ বলে ১৪ রান করে এই ওপেনার আউট হয়ে যাওয়ার পর উইকেটে এসে রানের চাকা সচল করতে পারেননি সাইফ হাসানও। তিনিও ফেরেন ৩৩ বলে মাত্র ২৮ রান করে। এরপর মার্শাল আইয়ুব ২১ রান করলেও তিনিও বল খেলেছেন ২০ টি।

তবে শেষের দিকে শামিম হোসেনের ১২ বলে ১৬ রান ও শরিফুল্লার ৯ বলে ১৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রানের লড়াকু পুঁজি পায় দোলেশ্বর। খেলাঘরের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন মাসুম খান ও খালেদ আহমেদ। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও ইফরান হোসেন একটি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ১৪৯/৬ (ওভার: ২০; ইমরানউজ্জামান- ৪০, রাব্বি- ১৪, সাইফ- ২৮, মার্শাল- ২১, শামিম- ১৬, ফরহাদ- ৯, শরিফুল্লা- ১৫*) (মাসুম- ৪-০-৩২-২, খালেদ- ৪-০-৩০-২, মিরাজ- ৩-০-৯-১, ইফরান- ৪-০-৩৪-১)

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ১৩০/১০ (ওভার: ২০; ইমতিয়াজ- ৩, সাদিকুর- ৬, ফরহাদ- ৩৩, সালমান- ১৪, রিশাদ- ৩৭) (কামরুল- ৪-০-৩৩-২, রেজাউর- ৪-০-২২-২, এনামুল- ৪-০-২২-২)

ফলাফল: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ১৫ রানে জয়ী।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...