বয়সের ভারে নুয়ে পড়েছেন। ব্যাট আর তাঁর পক্ষে কথা বলছে না। তারপরও ৪৩ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি খেলে যাচ্ছেন। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তো বটেই, খেলতে পারেন আগামী আসরেও। এমন গুঞ্জনের মাঝে ধোনিকে নিয়ে আলোচনার চেয়ে বেশি সমালোচনাই হচ্ছে।
সমালোচনাকারীদের তালিকায় এবার যোগ হল অ্যাডাম গিলক্রিস্টের নাম। সাবেক এই অজি তারকা মনে করেন, এত সমালোচনা হওয়ার চেয়ে বিদায় বলে দেওয়াই শ্রেয়! ক্রিকবাজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ধোনি আমি তোমাকে ভালোবাসি, তবে তুমি আর ক্রিকেটে থেকো নাহ। সেটা তোমার নিজের জন্যই ভাল। ক্রিকেট তোমাকে অনেক কিছু দিয়েছে, তুমি একজন চ্যাম্পিয়ন, এবার হয়তো বিদায় বলার সময় এসেছে।’
চলতি আইপিএলে ধোনির দল চেন্নাই সুপার কিংস নয় ম্যাচ খেলে সাতটিতেই হেরে অবস্থা করছে পয়েন্ট টেবিলের তলানিতে। এর চেয়েও বেশি সমালোচনা হচ্ছে ধোনির ব্যাটিং নিয়ে। দলের নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গায়কয়াডের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পালন করা ধোনি ৯ ম্যাচে ব্যাট হাতে ২৮.০০ গড়ে রান করেছেন মোটে ১৪০। স্ট্রাইক রেটও আশাব্যঞ্জক নয়, ব্যাটিং অর্ডারেও তাঁকে লুকিয়ে রাখতে হয়।
এভাবে চলতে থাকলে দলের জন্য পরিকল্পনা সাজানো কঠিন হবে। পারফর্মিং আর্টও সেই কথাই বলে। সময়ের দোলাচলে একদিন সব নক্ষত্রই জ্বলে জ্বলে নিভে যায়। এবার হয়তো সময় এসেছে ধোনির থেমে যাওয়ার, কিন্তু তিনি নিজে থেকে না ছাড়লে তাঁকে আটকানোর সাধ্য কার?