ব্যাট হাতে ফর্মে ফেরার পথটাই যেন ভুলে গিয়েছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। নাগপুর থেকে দিল্লি টেস্ট, কোথাও রানে ফিরতে পারেননি। তিন ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ৩৭ রান।
সর্বশেষ ১০ টেস্টে এই চিত্রটা আরো ভয়ানক। আটকেছেন মাত্র ১৭ ব্যাটিং গড়ে। তারপরও সুযোগ মিলেছে নিয়মিতই। কিন্তু চেনা রূপে আর ফিরতে পারছেন কই? তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত লোকেশ রাহুল। স্কোয়াডে আছেন ঠিকই, কিন্তু নামের পাশ থেকে সহ অধিনায়ক পদবীটা কেড়ে নেওয়া হয়েছে।
ভারতের কোচ রাহুল দ্রাবিড় লোকেশ রাহুলের ফেরার ব্যাপারে আশাবাদী। তবে তিনি প্রসেসে বিশ্বাসী। দিল্লি টেস্টের পর রাহুলের জায়গায় শুভমান গিল যে আসতে পারেন তার একটা আভাস দিয়েছেন। এ নিয়ে সরাসরি নিজের অভিমতও জানিয়েছেন সংবাদ মাধ্যমে।
তিনি বলেছেন, ‘আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারকেই একটা প্রসেস ফলো করতে হয়। লোকেশ আমাদের দলে দারুণ ব্যাটার। ও বিদেশের মাটিতে ওর সক্ষমতা দেখিয়েছে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরিও করেছে। তবে সময়টা এখন ঠিক তাঁর হয়ে কথা বলছে না। এমন সময় সবার যায়। লোকেশ দারুণ ভাবেই ফিরবে। তবে সামনের টেস্টে আমরা কোন একাদশ দিব তা এখনই বলছি না। দলের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত নিব।’
লোকেশের জায়গায় গিলের খেলার সম্ভাবনা নিয়ে রাহুল দ্রাবিড় আরো যুক্ত করে বলেন, ‘কারোর সক্ষমতা থাকলে সে অবশ্যই সুযোগ পাবে। আমরা শুধু লোকেশের জায়গায় নয়, সব জায়গাতেই বিকল্প ভেবে রাখি। যে পারফর্ম করবে সেই দলে টিকবে।’
লোকেশ রাহুলের সাথে শুভমান গিলের আলোচনায় আসার কারণ হচ্ছে, দুজনই একই রোলে ব্যাটিং করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ফর্ম একে অপরের বিপরীতমুখী।
লোকেশ রাহুল যেখানে নিজের রান খরাই কাটাতে পারছেন না, সেখানে গিল রীতিমত রানের বন্যা বইয়ে দিচ্ছেন। এ কারণে অনেক ক্রিকেট বিশ্লেষকই গিলকেই একাদশে চেয়েছিলেন। কিন্তু প্রথম দুই টেস্টে লোকেশ রাহুলই ছিলেন একাদশে। অবশ্য সিরিজের তৃতীয় টেস্টে সুযোগ খুলে যেতে পারে গিলের জন্য। অন্তত এমন সম্ভাবনার প্রাবল্যতাই বেশি।