বিশাখাপত্তনম টেস্ট জিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। আর এ টেস্ট দিয়েই দলে ফিরতে পারেন দুই সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এ দুই ক্রিকেটার ফিরলে নিশ্চিতভাবেই একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন শ্রেয়াস আইয়ার।
তবে ভারতের সাবেক ক্রিকেটার প্রজ্ঞান ওঝা মনে করেন, আইয়ারকে এখন দল থেকেই বাদ দেওয়া উচিৎ। ছন্দে ফেরার জন্য তাঁকে এখন ঘরোয়া ক্রিকেট খেলে আসা উচিৎ। এ নিয়ে তিনি তিনি বলেন, ‘আইয়ার এমনিতেই পিছিয়ে ছিল। যখন দলে বিরাট, রাহুলদের মতো ব্যাটার ফিরবে, তখন তাঁরা এমনিতেই একাদশের অংশ হবে। তাই সম্ভবত শ্রেয়াস আইয়ার এবং রজত পাতিদারকে বাদ পড়তে হবে।’
প্রজ্ঞান ওঝা আরও বলেন, ‘এটা এমন নয় যে, আপনি সুযোগ দিতে চান না। ওরা কিন্তু ভালই সুযোগ পেয়েছে। কিন্তু যখন ভালো মানের ব্যাটাররা দলে ফিরছে, তখন এত জায়গা কিংবা অপশন আপনার হাতে নেই। তখন বাদ তো পড়তেই হবে। ওদেরকে এখন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার সুযোগ দিতে হবে। দলে ফিরতে হলে রঞ্জি ট্রফিতে পারফর্ম করেই আসতে হবে।’
ওঝা অবশ্য ভুল কিছু বলেননি। লাল বলের ক্রিকেটে শ্রেয়াস আইয়ারের ফর্ম নেই দীর্ঘদিন ধরেই। শেষ ১৩ ইনিংসে নেই একটি ফিফটিও। সর্বশেষ হাফ সেঞ্চুরি পেয়েছিলেন ২০২২ সালের ডিসেম্বরে, বাংলাদেশের বিপক্ষে। এরপরের ১৩ ইনিংসে তাঁর গড় মাত্র ১৭। এ ছাড়া টেস্ট অভিষেকের প্রায় ৩ বছর পেরিয়ে গেলেও এখনও একটি সেঞ্চুরিও করতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে চার ইনিংসে করেছেন মাত্র ১১৪ রান।
এ দিকে প্রথম দুই টেস্টে কোহলির স্থলাভিষিক্ত হিসেবে দলে নেওয়া হয়েছিল রজত পাতিদারকে। সুযোগও পেয়েছেন শেষ টেস্টে। কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। ২ ইনিংসে করেন মোটে ৪১ রান। সব মিলিয়ে আইয়ার ও পাতিদার, দুজনই পরের টেস্টের একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন নিশ্চিতভাবেই। এখন সেই বাদ পড়াটা স্কোয়াড অবধি গড়ায় কিনা, সেটাই দেখার বিষয়।