জাতীয় দলের আশাই ছেড়ে দিচ্ছেন আজম খান?

সমালোচনা হলেও তাতে ভ্রুক্ষেপ নেই আজম খানের; তাঁর অভিযোগ টিম ম্যানেজম্যান্টকে নিয়ে।

সব ধরনের টি-টোয়েন্টিতে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন আজম খান, ব্যাটিং গড়ও প্রশংসনীয়। তবে আন্তর্জাতিক পর্যায়ে তাঁর পরিসংখ্যান ব্যঙ্গ করার মত। এখন পর্যন্ত সাত ইনিংস ব্যাট করতে নেমে স্রেফ ২৯ রান করেছেন তিনি, সেটাও আবার ৯০ স্ট্রাইক রেটে। ফলে প্রবল সমালোচনা সৃষ্টি হয়েছে তাঁকে ঘিরে।

কিন্তু এসব সমালোচনায় ভ্রুক্ষেপ নেই এই ব্যাটারের; তাঁর অভিযোগ টিম ম্যানেজম্যান্টকে নিয়ে। সম্প্রতি শোয়েব মালিকের সঙ্গে কথা বলার সময় নিজের সুযোগগুলো নিয়ে আলোচনা করেছিলেন তিনি, সে সময় দলে জায়গা পাওয়ার অধারাবাহিকতা এবং ভরসার অভাব উল্লেখ করে ক্ষোভ ঝাড়েন।

তিনি বলেন, ‘আমি সব সময় দেখেছি যে যখন লিগ ক্রিকেট খেলি, তখন আমাকে পুরোপুরি সুযোগ দেয়া হয় কারণ তাঁরা জানে আমি তাদের ম্যাচ জিততে পারি, সেজন্যই তাঁরা আমাকে দলে ডেকেছে। তাঁর মানে হলো আপনি যদি মনে মনে আমার ব্যাপারে সন্দেহ পোষণ করেন যে, আমি এই পর্যায়ের জন্য যথেষ্ট ভাল নই, তাহলে ঠিক আছে। বাদ দিয়ে দিন, আমি নিজের পথ খুঁজে নেব।’

এই উইকেটরক্ষক ব্যাটার নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ না পাওয়ার বিষয়টিও তুলে ধরেছেন। তিনি বলেন, ‘গত চার বছরে আমি তিন বার দলে ফিরেছি এবং আমি কখনও একটা পূর্ণ সিরিজ খেলিনি। এটি আমাকে একটু কষ্ট দেয়। হয় আপনি আমাকে পুরো সিরিজটি দেন না হলে আমাকে পুরোপুরি বাদ দেন। মাঝখানে ঝুলিয়ে রাখবেন না, আমি এতে কষ্ট পাই।’

তাঁর সামর্থ্য নিয়ে সন্দেহ করা হয় এমন অভিযোগ তুলে এই হার্ডহিটার বলেন, ‘এটা নিশ্চিত যে, আমি আমার পূর্ণ মনোযোগ নিয়ে খেলি। কিন্তু যখন কেউ এসে সন্দেহ করে, তখন আমি কিছুটা হতাশ হই। কারণ যখন বিদেশী কোচের সাথে খেলি, তাঁরা আমাকে কখনই বলে না আমার কোথাও ঘাটতি আছে। তবে হ্যাঁ, আমি যখন পাকিস্তান দলের হয়ে খেলি, তখন বলা হয় আমার অনেক কমতি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...