ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়া, গলফের প্রতি আসক্ত হওয়া, এরপর আবার ক্রিকেটের রঙিন মঞ্চে ফিরে আসা। গ্রায়েম ক্রেমারের জীবনে এমন ঘটনার দৃশ্যায়ন হলো। সাত বছরের বিরতি দিয়ে আবারও ফিরলেন পুরনো সেই প্রেমের ডাকে। ৩৯ বছর বয়সে জিম্বাবুয়ের দলে ফের সুযোগ পেলেন এই লেগ স্পিনার।
২০১৮ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বঘোষিত নির্বাসন বেছে নেন ক্রেমার। নেপথ্যে ছিল পারিবারিক এবং পেশাগত কারণ। হঠাৎ করে গলফে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেন তিনি। সেই সাথে তাঁর পরিবারের সাথে একটু বেশি সময় কাটানোর সিদ্ধান্ত নিতে চলে যান সংযুক্ত আরব আমিরাতে। যেখানে তাঁর স্ত্রী মেরনা এক এয়ারলাইন্সের পাইলট হিসেবে নিযুক্ত ছিলেন।
এরপর কেটে গেছে সাত সাতটি বছর। ক্রিকেট ছাড়লেও প্রথম প্রেমের মত তা ভুলে থাকতে পারেননি তিনি। মাঝে মাঝে মনের কোণে বাইশ ফেরার তাড়না অনুভূত হয়েছে হয়তো। শেষটাতে আর নিজেকে ধরে রাখতে না পেরে ক্রিকেটে ফেরার ইচ্ছা পোষণ করেন তিনি।

তবে ক্যারিয়ারের অন্তিম লগ্ন যে চলমান। শেষবার যখন ক্রিকেটের মাঠে ছিলেন বয়সটা তখন ৩২। সময়ের কাটা ঘুরতে ঘুরতে এখন তা দাঁড়িয়েছে ৩৯। তবুও ফেরার জন্য উদগ্রীব হয়ে ওঠেন, জিম্বাবুয়েতে ফিরে এসে বিরতি ভেঙে খেলা শুরু করেন ঘরোয়া লিগে।
জিম্বাবুয়ে তাঁকে সুযোগ দেয় আবারও। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে, দল ঘোষণা করা হয়। যেখানে গ্রায়েম ক্রেমারের পুরনো নামটা উজ্জ্বল হয়ে ধরা দেয়।
আন্তর্জাতিক ক্রিকেটে ক্রেমারের যাত্রা শুরু হয় ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষে। এরপর খেলেছেন ১৯ টেস্ট, ৯৬ ওয়ানডে এবং ২৯ টি টি-টোয়েন্টি ম্যাচ। আরও একবার সেই সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার সুযোগ পেলেন।












