গ্রিজম্যানের দাপটে অ্যাতলেটিকোর ‘কামব্যাক’ রূপকথা

অবশ্য অ্যাতলেটিকো মাঠে নামবে, কিন্তু কোন আর্জেন্টাইন গোল পাবেনা সেটা কিন্তু হতে পারে না। সেভিয়ারও হয়নি, ম্যাচের সময় দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই গোল করে বসেন রদ্রিগো ডি পল। ডি বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের কার্ল শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেছিলেন তিনি। এরই সুবাদে এগিয়ে যায় তাঁর দল।

স্যামুয়েল লিনো গোলপোস্ট থেকে যতটা দূরে দাঁড়িয়েছিলেন ততটা দূরে থাকলে গোল করা তো বাদই, শট নেয়ার কথাও ভাবতেন না অনেকে। কিন্তু লিনোর বিশ্বাস ছিল নিজের ওপর, তাই তো প্রায় ত্রিশ গজ দূর থেকে রকেট পাঠিয়েছেন তিনিন গোলপোস্টে। আর সেই রকেট-ই অ্যাতলেটিকো মাদ্রিদকে নতুন জীবন দিয়েছে।

নামটা রিয়াল মাদ্রিদ না হলেও মাদ্রিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে অ্যাতলেটিকো মাদ্রিদের, আর তাতেই বোধহয় ‘কামব্যাক’ এর সাথে নিজেদের বোঝাপড়া দারুণভাবে সেরে নিয়েছেন তাঁরা – সেভিয়ার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েছিল দলটি, কিন্তু নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের অনুপ্রেরণায় ঠিকই খেলার ফলাফল বদলে দিয়েছে তাঁরা।

অবশ্য অ্যাতলেটিকো মাঠে নামবে, কিন্তু কোন আর্জেন্টাইন গোল পাবেনা সেটা কিন্তু হতে পারে না। সেভিয়ারও হয়নি, ম্যাচের সময় দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই গোল করে বসেন রদ্রিগো ডি পল। ডি বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের কার্ল শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেছিলেন তিনি। এরই সুবাদে এগিয়ে যায় তাঁর দল।

তবে এরপরই ম্যাচের চিত্রপট বদলে যায়, জান অবলাকদের নিয়ে রীতিমতো ছেলেখেলা শুরু হয়। ১২ এবং ৩২ মিনিটের সময় গোল করে এগিয়ে যা সেভিয়া, যদিও জুলিয়ান আলভারেজের গোল বাতিল না হলে সমতায় থেকেই বিরতিতে যেতে পারতো মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধের শুরুতে সফরকারীদের আরো এক গোল, স্বাগতিকদের তখন বিপর্যেস্ত অবস্থা। ঠিক সেসময় আবির্ভাব হয়েছিল অ্যান্টনি গ্রিজম্যানের, একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি। পাবলো ব্যারিয়ার্সের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি, ব্যবধান কমে আসে তখন।

পরের অংশে স্যামুয়েল লিনোর গল্প তো করলাম আগেই; তবে গোল আর না পেলেও অ্যাসিস্ট ঠিকই করেছেন তিনি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তাঁর ক্রস গ্রিজম্যানকে খুঁজে নিলে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে জয়সূচক গোল এনো দেন তিনি। তাঁর এই গোলের মধ্য দিয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচ জিতলো দিয়েগো সিমিওনের দল। তাঁদের এমন ধারাবাহিকতা চলতে থাকুক এটাই সমর্থকদের চাওয়া আরকি!

Share via
Copy link