হাল্যান্ডে মেসি-রোনালদোর ছায়া

গোল মেশিন বললেও যেন কম বলা হয় আর্লিং হাল্যান্ডকে। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। লিগে ১২ ম্যাচ বাকি থাকতেই ম্যানচেস্টার সিটির হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ফেলেছেন হাল্যান্ড।

গোল মেশিন বললেও যেন কম বলা হয় আর্লিং হাল্যান্ডকে। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। লিগে ১২ ম্যাচ বাকি থাকতেই ম্যানচেস্টার সিটির হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে ফেলেছেন হাল্যান্ড।

এমন অতিমানবীয় পারফরম্যান্স করে কোচ পেপ গার্দিওলার মন জয় করে নেবেন সেটিই স্বাভাবিক। ইউরোপীয়ান ফুটবলের অন্যতম সফল এই কোচ তাঁর শিষ্যকে এবার তুলনা করলেন প্রজন্মের সেরা দুই ফুটবলার মেসি ও রোনালদোর সাথে।

হাল্যান্ডের বয়সটা মাত্র ২২। কিন্তু এর মধ্যেই ইংলিশ ফুটবলের সব রেকর্ড এক এক করে নিজের করে নিচ্ছেন তিনি। ম্যানচেস্টার সিটির জার্সিতে এই মৌসুমে এরই মধ্যে করেছেন ৪৪ গোল।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলারই সব প্রতিযোগিতা মিলে ৫০ গোলের রেকর্ড ছুঁতে পারেননি। হাল্যান্ড যে এই মৌসুমেই সে রেকর্ড নিজের করে নিতে যাচ্ছেন তা নিয়ে সন্দেহ করার লোক খুব কমই আছে।

ইনজুরি থেকে ফিরেই লিগের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে করেছেন জোড়া গোল। দ্বিতীয় গোলটি ছিল চোখ ধাঁধানো। কোচ পেপ গার্দিওলাও মুগ্ধ শিষ্যের পারফরম্যান্সে।

ম্যাচ শেষে স্প্যানিশ এই কোচ বলেন, ‘আমরা গত দুই যুগ ধরে মেসি ও রোনালদোর দুর্দান্ত খেলা দেখছি। এখন হাল্যান্ডও সেই পর্যায়েই আছে।’

গার্দিওলা আরও বলেন, ‘হাল্যান্ড তাঁর পেশাদার ক্যারিয়ারে যত ম্যাচ খেলেছে এবং সেখানে সে যত গোল করেছে তা যদি মেসি ও রোনালদোর গোল গুলোর সাথে তুলনা করা হয় তাহলে দেখা যাবে অনেক মিল আছে। আমার মনে হয় মেসি অনেক বেশি কমপ্লিট একজন খেলোয়াড় আর বাকি দুইজন, রোনালদো ও হাল্যান্ড হচ্ছে মেশিনের মত।’

তবে মেসি রোনালদোর সাথে তুলনা করলেও হাল্যান্ডের এখনো অনেক কিছু করা বাকি সে কথাও মনে করিয়ে দিলেন গার্দিওলা। তিনি বলেন, ‘হাল্যান্ড জানে এই দুইজন এক বছর নয়, দুই যুগ ধরে আধিপত্য দেখিয়েছে। তারা গোল করেছে, শিরোপা জিতেছে, সবকিছু করেছে। হাল্যান্ডের বয়স মাত্র ২২ এবং সে বিশ্বের সবচেয়ে কঠিন লিগে কাজ গুলো করছে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...