দিনটা রোহিত শর্মার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের ম্যাচে তিনি যা করে দেখালেন তা অভাবনীয়। কিন্তু ভারতের ব্যাটিং ইনিংসে শেষ অবধি মানসিক স্বস্তির জায়গাটা তৈরি করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। তার কল্যাণেই এবারের বিশ্বকাপে প্রথমবারের মত ২০০ রান ছাড়িয়েছে যেকোন দলের দলীয় সংগ্রহ।
হার্দিক পান্ডিয়া বিশ্বকাপের আগে রীতিমত ডুবে ছিলেন সমালোচনার নোনা জলে। ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের মঞ্চে ওই নীল রাঙা জার্সি গায়ে নামা মাত্রই বদলে গেছে সকল দৃশ্যপট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে নিজেদের শেষ ম্যাচে হার্দিক সেই বদলে যাওয়া চরিত্র হয়েই ধরা দিয়েছেন। রোহিত শর্মার এনে দেওয়া উড়ন্ত সূচনা ভারতকে বড় সংগ্রহের ভীত গড়ে দিয়েছে। হার্দিক সেই সংগ্রহকে আরেকটু বাড়িয়েছেন শেষ অবধি। ব্যাটিং ইনিংসের একেবারে শেষ অবধি টিকে থেকেছেন। ইনিংস শেষ করেই উঠেছেন প্যাভিলিয়নে।
তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় প্রায় ১৫৯ স্ট্রাইকরেটে ব্যাট চালিয়েছেন। শেষের দিকে ১৭ বলে ২৭ রানের ছোট্ট এক কার্যকর ইনিংস এসেছে তার ব্যাট থেকে। একটা পর্যায়ে তো মনে হচ্ছিল ভারতের সংগ্রহ ছাড়াবে না ২০০ রানের মাইলফলক। কিন্তু হার্দিকের টানা দুই ছক্কা সেই বিশ্বাসকে সজীব রেখেছে। ভারতের সংগ্রহ ২০৫ রানে গিয়ে ঠেকেছে।
শুধু এই ম্যাচে নয়। ব্যাট হাতে এবারের বিশ্বকাপে তিনি নিয়মিত ফিনিশিংয়ের কাজটা করে যাচ্ছেন। ৪ ইনিংসে ব্যাট করেছেন ১৪৫ স্ট্রাইকরেটে। দুই ম্যাচে থেকেছেন অপরাজিত। বাংলাদেশের বিপক্ষে তো ছিলেন ৫০ রানে অপরাজিত। তাও আবার মাত্র ২৭ বলে। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইকরেটে রান করে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। একেবারে জাত ফিনিশারের মতই ব্যাট চলছে তার।
দুঃসময়কে দূরে ঠেলে দিয়ে, নব জাগরণের পথে হাটতে শুরু করেছেন হার্দিক পান্ডিয়া। নিজেকে আবারও প্রতিষ্ঠিত করতে চাইছেন দারুণ একজন ফিনিশার হিসেবে। পাশাপাশি কার্যকর অলরাউন্ডার পরিচয়টাও আরও খানিকটা বিস্তৃত হচ্ছে হার্দিক পান্ডিয়ার।