মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচ রাঙিয়ে রাখতে পারলেন না হার্দিক পান্ডিয়া। নিজের পুরনো দল গুজরাট টাইটান্সের বিপক্ষে নাটকীয় এক পরাজয়ের স্বাদ পেয়েছেন তিনি। তবে জয়-পরাজয়ের পাশাপাশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাঁর হাস্যকর একটি কান্ড – সেটা নিয়ে আবার ব্যঙ্গ করতে ছাড় দেননি কিংবদন্তি অনিল কুম্বলে।
টসের সময় পান্ডিয়াকে উপস্থাপক রবি শাস্ত্রী টিম কম্বিনেশন সম্পর্কে প্রশ্ন করেছিলেন। উত্তরে সেসময় তিনি জানিয়েছিলেন চার পেসার, তিন স্পিনার আর সাত ব্যাটারকে নিয়ে একাদশ সাজানো হয়েছে, যেন সব বিভাগ সমানভাবে শক্তিশালী হয়। কিন্তু বিদেশি চারজন ক্রিকেটার কারা সেই ব্যাপারে মুখ খোলেননি।
তাঁর এমন কান্ড জিও সিনেমা স্টুডিওতে বসে দেখেছেন কুম্বলে। হাসতে হাসতে তখন তিনি বলেন, ‘আমি কখনই আশা করিনি যে হার্দিক আমাদেরকে নামগুলো বলবেন। কিন্তু চারজন ফাস্ট বোলার, তিনজন স্পিনার, পাঁচ ব্যাটার, এগারোজন ফিল্ডার এসব তো আমরা সবাই জানি। কিন্তু এরা কারা সেটাই তো প্রশ্ন ছিল?’
সাবেক ভারতীয় কোচের সঙ্গে স্টুডিওতে ছিলেন আরেক তারকা এবি ডি ভিলিয়ার্স। তিনিও হার্দিক পান্ডিয়ার বক্তব্যে বেশ মজা পেয়েছিলেন।
অবশ্য মুম্বাইয়ের পরাজয়ের পিছনে অধিনায়কের ভূমিকা নেহাত কম নয়। বল হাতে ইনিংস উদ্বোধন করলেও ভাল করতে পারেননি তিনি। তিন ওভার হাত ঘুরিয়ে কোন উইকেট ঢোকেনি তাঁর ঝুলিতে, উল্টো মাঝারি স্কোরের ম্যাচে ৩০ রান খরচ করেছেন। ব্যাট হাতেও দলকে জেতানোর সুযোগ ছিল এই অলরাউন্ডারের সামনে। কিন্তু পারেননি তিনি, যদিও সেজন্য দোষ দেয়াটা বাড়াবাড়ি হবে।
তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনি শেষ হয়ে যায়নি। টুর্নামেন্ট প্রায় পুরোটাই বাকি এখনো। আইপিএলের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স নিশ্চয়ই ভুল শুধরে আরো শক্তিশালী হয়ে পরবর্তী ম্যাচগুলো খেলবে।