মাঠের বাইরের কথায় এত কান দিতে নেই!

একজন ভারতের অধিনায়ক, আরেকজন মুম্বাই ইন্ডিয়ান্সের। তাঁদের দু’জনের মধ্যে নাকি দ্বন্দ্ব। যদিও, মাঠের খেলায় সেই ছাপ দেখা গেল সামান্যই। উইকেট পেয়ে রোহিতকেই সবার আগে জড়িয়ে ধরলেন হার্দিক পান্ডিয়া। 

একজন ভারতের অধিনায়ক, আরেকজন মুম্বাই ইন্ডিয়ান্সের। তাঁদের দু’জনের মধ্যে নাকি দ্বন্দ্ব। যদিও, মাঠের খেলায় সেই ছাপ দেখা গেল সামান্যই। উইকেট পেয়ে রোহিতকেই সবার আগে জড়িয়ে ধরলেন হার্দিক পান্ডিয়া।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে এই আবেগঘন দৃশ্যের অবতারণা হল। মায়াঙ্ক আগারওয়ালকে আউট করার পর এ দৃশ্য দেখা যায়। এক সাথে উল্লাস করেন রোহিত ও পান্ডিয়া।

আগারওয়ালকে সাজঘরে ফেরান অধিনায়ক পান্ডিয়া।  তাঁর একটি স্লো বাউন্সারে আটকে যান আগারওয়াল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে পান্ডিয়া তৃতীয় বারের মত আউট করেন কর্ণাটকের এই ব্যাটারকে। পুল শট খেলতে গিয়ে ব্যার্থ হয় আগারওয়াল। ব্যাটের কোণায় লেগে বল সোজা চলে যায় টিম ডেভিডের হাতে।

পান্ডিয়া এবং রোহিতের এই আনন্দঘন মুহুর্ত, তাঁদের উদযাপন সবকিছুই যেন এক হওয়ার আভাস দিচ্ছিল। চারিদিকে তাঁদের সম্পর্কের টানাপোড়নের গুঞ্জনের মাঝেই এমন দৃশ্য সত্যিই আনন্দদায়ক।

আইপিএলের এই মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্ট রোহিতের পরিবর্তে পান্ডিয়াকে অধিনায়কত্বের দায়িত্ব দেয়। যার ফলে এতদিন মাঠ এবং মাঠের বাইরে আলোচনা- সমালোচনার ঝড় বইছিলো। প্রথম ম্যাচে বাউন্ডারি লাইনে রোহিতকে ফিল্ডিংয়ে পাঠিয়ে সমালোচনার মুখে পড়েন পান্ডিয়াও।

তবে এই একটি আলিঙ্গন মুম্বাই শিবিরে আবারও ফিরিয়ে আনতে পারে স্বস্তি। তবে, মুম্বাইকে আপত্তিকর অবস্থায় ফেলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দুই উইকেটে ২৭৭ রান তুলেছে তাঁরা।

যদিও, জবাব দিতে নেমে রোহিত স্বভাবসুলভ একটা ‘গরম’ ইনিংসই খেলেন। ১২ বলে করেন ২৬ রান। বোঝাই যাচ্ছে মাঠের বাইরের কথায় তিনি একদমই কান দিচ্ছেন না।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...